![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা,সাড়ে একটার পর সাড়ে দুইটা।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে,
দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খেয়ে ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭) "আই লাভ ইউ" খুব খারাপ একটা শব্দ, একেবারে অশ্লীল।
৮) মোরগ যখন দাব্রাইয়া ধইরা মুরগীর উপর উঠে তখন আসলে ওরা মারামারি করে।
৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি এইটা কেমন সিস্টেম?
১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই
একটার উপর আরেকটা পরে থাকে, উপরেরটা খুলে ফেলে দেয় কোন সময়।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আমি লিখতে চাই না বলেছেন: এই পোস্টটি কিছুদিন আগেও জনৈক ব্লগার পোস্ট করেছিলেন ।আজও দেখছি পোস্ট করা হয়েছে ।সামুর কি এতটাই অধপতন হলো যে একই পোস্ট বারবার সংকলিত পাতায় চলে আসে যে পোস্টগুলো বদনবইতে অন্তত হাজার বার পোস্ট করা হয়েছে ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
চলতি নিয়ম বলেছেন: আমি লিখতে চাই না বলেছেন: এই পোস্টটি কিছুদিন আগেও জনৈক ব্লগার পোস্ট করেছিলেন ।আজও দেখছি পোস্ট করা হয়েছে ।সামুর কি এতটাই অধপতন হলো যে একই পোস্ট বারবার সংকলিত পাতায় চলে আসে যে পোস্টগুলো বদনবইতে অন্তত হাজার বার পোস্ট করা হয়েছে ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
অনেকের মধ্যে একজন বলেছেন: ভাই কিছু মনে নিয়েন না এই সেম পোস্ট আগেও হয়েছে।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
ইকরাম বাপ্পী বলেছেন: আমারো একিই অবস্থা... ...
৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
এম আর ইকবাল বলেছেন: :-&
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: মজা পাইলাম.................