![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
**জমজম কূপ সম্মন্ধে কিছুজানা অজানা তথ্য:
১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছরপূর্বে সৃষ্টি হয়েছিল।
২) ভারী মোটরেরসাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটারপানি উত্তোলন করার পরও পানি ঠিকসৃষ্টির সূচনাকালেরন্যায়।
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি,জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
৪) সারাদিন পানি উত্তোলন শেষে,মাত্র১১
মিনিটেই আবার পূর্ণ হয়ে যায়কূপটি।
৫) এই কূপের পানি কখনও শুকায়নি,সৃষ্টির পর থেকে একইরকম আছে এরপানি প্রবাহ,
এমনকি হজ্বমউসুমে ব্যবহার ক'য়েক
গুনবেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তরকখনও নিচে নামে না।
৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ওএর মধ্যে বিভিন্ন উপাদান একইপরিমানে আছে।
৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়ামও
ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমানঅন্যান্য
পানির থেকে বেশী, এজন্য এইপানি শুধু
পিপাসা মেটায় তা না, এইপানি ক্ষুধাও
নিবারণ করে।
৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমানবেশী থাকার কারনে এতে কোন
জীবানুজন্মায় না ।
১০) এই পানি পান করলেসকলক্লান্তি দূর হয়ে যায়।
::: চাইলে শেয়ার করতে পারেন-
সংগৃহিত ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ম্যাংগো পিপল বলেছেন: ++++++++++++
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
নীলতিমি বলেছেন: