নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

একটি শিক্ষামূলক ছোটগল্প

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬





এক লোক তার Brand New গাড়ি পরিষ্কার

করছিলেন। এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর

হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির

একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে।

লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির

গায়ে আঁচড় কাটছে তখন সে রাগে হিতাহিত

জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত

করে।



পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর

তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একধিক

ফ্র্যাকচার হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড

ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, “বাবা, আমার

হাত কবে ঠিক হবে?”



তখন লোকটি নির্বাক

হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায়

এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে।

সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত

করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায়

এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে।



এসময়

তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর

দিয়ে আঁচড় কেটেছিল সেখানে। সেখানে লেখা ছিল,

“বাবা, আমি তোমাকে ভালবাসি”।





ক্রোধ এবং ভালবাসার কোন সীমা নেই। রাগের

মাথায় কিছু করবেন না কখনও, অনুরোধ রইলো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভালো উপদেশ!! পুরাই সহমত!!

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মাসুদ রশিদ বলেছেন: ভালো লাগল।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গেন্দু মিয়া বলেছেন: সেরাম! ভালো লিখসেন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

অপরিপক্ক বলেছেন: আলহামদুলিল্লাহ। পড়ে খুব ভালো লাগল

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

সাইনাস বলেছেন: জানতাম এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.