![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আমি অনেক হতাশ ছিলাম...
দরজা বন্ধ করে মেঝেতে শুয়ে ভাবছিলাম... আমি কি করবো ? আমার জীবনের লক্ষ কি???
হঠাৎ খেয়াল করলাম...এর জবাব আমার ঘরের ভিতরেই আছে !
মাথার উপরে ফ্যান বলছেঃ সব সময় মাথা ঠাণ্ডা রাখবে!
ছাদ বলছেঃ সব সময় চূড়ায় যাবার চেষ্টায় থাকবে!
জানালা বলছেঃ বাহিরের জগতটা কে দেখ ভাল করে!
ঘড়ি বলছেঃ প্রতিটা সময় অনেক মূল্যবান!
আয়না বলছেঃ আগে ভাবো , তার পর করো!
ক্যালেন্ডার বলছেঃ সবার আগে চলো!
দরজা বলছেঃ সর্ব শক্তি দিয়ে জীবনের লক্ষ পূরন এর চেষ্টা করো!
আমি উঠে দাঁড়ালাম…দরজারদিকে এগিয়ে আসছি , এমন সময় পিছন দিক
থেকে মেঝে বলে উঠলোঃ-
৮টি বেহেসতের নাম
১) জান্নাতুল ফেরদাউস
২) জান্নাতুল খুলদ
৩) জান্নাতুল নায়িম
৪) জান্নাতুল আদন
৫) জান্নাতুল মাওয়া
৬) দারুল করার
৭) দারুল মাকাম
৮) দারুল সালাম
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
ডরোথী সুমী বলেছেন: ভালই বলেছেন।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: গুড
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
অনন্য ঐশিক বলেছেন: ভাল্লাগসে