নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

জীবেন ০৫টি চরম সত্য কথা।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

১। মায়ের মত আপন কেহ হয় না,

২। গরীবের কোন বন্দু হয় না,

৩। মানুষ সন্দুর মনকে খোঁজে না, সুন্দর চেহারাকে খোঁজে,

৪। সম্মান শুধু টাকার আছে, মানুষের নেই,

৫। মানুষ যাকে বেশী ভালবাসে, সে বেশী কষ্ট দেয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

বেকার সব ০০৭ বলেছেন: ( জীবেন)জীবনের ০৫টি চরম সত্য কথা
মানুষ( সন্দুর) বানান গুলো দেখেন
কথা গুলো ১০০% সত্য

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

ইয়ািসর অাহেমদ বলেছেন: ১০০% সত্য

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

মনুমনু বলেছেন: সাথে আরেকটা যোগ দেন--
** রয়েল ডিস্ট্রকের লোকজন হইতে সাবধান।--মিঠা কথা কইতে কইতে গলা (রুপক অর্থ) নামিয়ে ফেলেন। !

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কথাগুলো সুন্দর তবে ভাষা গুলো অশুদ্ধ ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

নানাভাই বলেছেন: উপকারীরে বাঘে খায়।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

জনাব মাহাবুব বলেছেন: **** আপনের চেয়ে পর ভাল, পরের চেয়ে জঙ্গল ভাল।

**** সম্মান করলে দূর্বলতা ভাবে, আদর করলে মাথায় উঠে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

খাটাস বলেছেন: দুঃখজনক হলে ও এটা বর্তমান প্রেক্ষাপটের বাস্তব।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ঢাকাবাসী বলেছেন: আপনার বাংলা বানানের বড়ই দুরবস্হা! চেষ্টা করুন ঠিক করতে, কেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.