নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এক মায়ের চিঠি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২





খোকা তুই কেমন আছিস ?বউমা আর আমাদের ছোটো দাদুভাই সবাই ভালো আছে তো?জানি ,তোদের তিন জনের ছোটো সংসারে প্রত্যেকেরই খুব কাজ ;তবুও তোদের কাছে আমার একান্ত অনুরোধ : একদিন একটু সময় করে এই বুড়িটাকে দেখতে আয় ...না !কিরে , আসবি না ?

ওঃ বুঝতে পেরেছি !এখনো আমার উপর থেকে অভিমান যায় নি বুঝি !জানি শেষ দিনটাতে একটু বেশি রকমেরই বাড়াবাড়ি করে ফেলেছিলাম ; তাছাড়া আর কিইবা আমি করব বল :সময় মতো ওরা এসে আমার জিনিসপত্র সব জোর করে ওদের গাড়িতে উঠিয়ে নিল, তারপর বারবার তাগদা দিতে লাগল ।কিন্তু আমি তবুও তোর আসবার অপেক্ষায় বুক বেঁধে ছিলাম ।আমি তোকে জন্ম দিয়েছি ;জল-আগুন-অসুখ থেকে তোকে এতগুলো বছর বাঁচিয়ে রেখেছি।তাই যাবার আগে আমাকে কি তুইনা দেখে থাকতে পারবি? কিন্তু তুই এলি না !

আর সেদিন আমার সেই জেদ দেখে বউমা তো রেগেই আগুন;তাছাড়া তার তো রাগবারই কথা!

আমাকে নিয়ে যেতে যারা এসেছিলো; অল্প কিছুক্ষনের মধ্যেই তারা যা তড়িঘড়ি শুরু করে দিল...

তা দেখবার জন্য পাশের বাড়ি থেকে কেউ কেউ উঁকি দিতে লাগল ।



সেদিন তোদেরকে যে অপমান করে এসেছি :তোরা সেসব ভুলে যাস কেমন করে !আমার কথা ভাবিস না ।আমি খুব ভালো আছি !আর কেনই-বা ভাল থাকবনা বল ?তোরা তো আমার ভালো থাকবারই বন্ধবস্ত করে দিয়েছিস ।আর যেদিন থেকে আমি বুঝতে পেরে গেছি : আমাকে এখানে পাঠিয়ে তোরা বেঁচে গেছিস ;ভুল করেও ,সাত জন্ম আর এ পথ মারাবিনা ;

সেদিন থেকে আরো ভালো আছি।তবে একটা কথা :আমার কথা যদি তোর কখনো-কোনোদিন মনে পড়ে ;তখন যেন নিজেকে তুই শেষ করে দিস না ।তুই এখনো একশ বছর বেঁচে থাক ।



আমি তো মা :তোর জন্য কত সয়েছি ! এরপরেও সয়ে যাবো ॥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

বেলা শেষে বলেছেন: Brother, Assalamualikum, beautiful writing, very painful - it will our new very modern genaration.....
yes write more please....

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

শিনজন বলেছেন: যে সন্তান তার মা’কে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাকে সন্তান নয় অমানুষ বলা যায়। সকল মা’য়ের প্রতি শ্রদ্ধা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.