![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আমি কিছু জমি কনিতে চাচ্ছি। যে জমিনটি পছন্দ হয়েছে তার এস,এ এবং আর,এস আছে। কিন্তু সিএস নাই। যাহাও একটা আছে তাহাতে এসএ এবং আর এস এর মালিকের সাথে নামের মিল নাই। এখন আমার প্রশ্ন হলো এস,এ এবং আর,এস এর মালিক,বর্তমান খরিদ্দার,মিউটিশেন ইত্যাদি মিল থাকলে জমিন ক্রয় করা যাবে কিনা। যদিও বা এস,এ এবঙ আর,এস মোতাবেক ক্রয় করি ভবিষয়তে সিএস সংক্রান্ত কোন আইনী জটিলতা সৃষ্টি হবে কিনা ? প্লিজ একটু জানান ।
২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১০
রাজীব বলেছেন: জমিটি কোন এলাকায় জানতে পারি কি??
এস এ ও আর এস ঠিক থাকলে, রেকর্ড ঠিক থাকালে ও দখল থাকলে তেমন কোন সমস্যা নেই। তবে নদীর আশে পাশে হলে সমস্যা।
কিছুদিন আগে হাইকোর্ট ঢাকার ৪ পাশের নদী সি এস অনুযায়ী দখলমুক্ত করার আদেশ দিয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯
শাহ আজিজ বলেছেন: পর্চা কি বলে? সাম্প্রতিক রেকর্ড কার নামে? রেকর্ড রুমে খোজ করুন ওখানে আর কোন তথ্য আছে কিনা। জমি এখন কার দখলে আছে । বায়না করা হয়েছে কিনা এটাও খোজ নেবেন আশেপাশের লোকজনের কাছ থেকে । বেশী ঝামেলা থাকলে না কেনাই উত্তম।