![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
এ রাজপথ চায় শুধু, যৌবনের রক্ত,
যদি গড়তে হয় এদেশ, আরও মজবুত-পোক্ত ।
ঢেলে দাও এ রাজপথে, তারুন্যের টগবগ রক্ত,
দিতে হবে একুশের চেতনায়, গৌরবের রক্ত ।
স্বাধীনতার তাড়নায়, আত্নত্যাগের রক্ত,
গনতন্তের সাধনায়, নূর হোসেনের রক্ত ।
কালো পিচঢালা রাজপথ, হউক পলাশ রাঙ্গা রক্তে লাল,
দামাল ছেলের রক্তই হউক, দেশ-মাতৃকার অহং চিরকাল ।
©somewhere in net ltd.