নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

এবার বিজয় দিবস পালন করবো না

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

এবার বিজয় দিবসে, উড়বে না,
আমার বাড়িতে লাল সবুজের পতাকা ।
তেতাল্লিশ বছরেও পাইনি আমরা,
আমাদের কাংখিত স্বাধীনতা ।

ক্ষমতার লড়াইয়ে শরিক শোষকেরা,
চুষে খেয়েছে আমাদের রক্ত, শিরা-উপশিরা ।

স্বাধীনতা কী সত্যিই পেয়েছি,
হয়েছে কী গণতন্ত্রের বিজয় ?
নূর হোসেন, বিশ্বজিৎ, ফেলানি-দের,
আজও কেনো লাশ হতে হয় ?

এবার বাজবেনা, বিজয়ের কোন গান,
শৃঙ্খলার পরাজয়ে, উষ্ঠাগত প্রান ।
শোষকেরা গণতন্ত্রের ভাষা বোঝেনা,
ক্ষমতার লোভে হয়ে গেছে হিংস্র হায়েনা ।

তাইতো প্রতিনিয়ত মরছে মানুষ,
লঙ্ঘিত মানব অধিকার ।
যখন জাগবে জনতা,
ক্ষমতায় থাকবে, আছে এমন সাধ্যকার ?

আলো আসবেই কাঁটাতে এই অন্ধকার,
জাগো হে জনতা, এদেশ তোমার আমার সবার ।

মরতে যখন হবেই, তবে মৃত্যুকে কেন এত ভয়?
আমার মৃত্যু দিয়েই শুরু হউক, গণতন্ত্রের অভ্যুদয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.