নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখার পর

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

যেদিন তোমাকে প্রথম দেখেছিলুম,
মনে হয়নি তুমি আমার হবে?
কিন্তু যখন তুমি চলে গেলে,
মন চাইছিলো কবে আবার দেখা হবে?

তুমি চলে এসেছিলে আমার প্রতিটি ভাবনায়,
মন ঘুরে ফিরে তোমাকেই কাছে পেতে চায় ।
তখনও সাহস করে হয়নি বলা ভালোবাসি,
যদি মিলিয়ে যায় তোমার মুখের মিষ্টি হাসি?

কিছুদিন পরে তুমি এসেছিলে পাশে,
ধরেছিলে দুটি হাত,
দেহের ভিতর কোন অভ্যুথান হয়েছিল,
ঘটেছিল কোন অগ্ন্যুৎপাত ।

প্রতিটি শিরা বিদ্রোহে ফেটে পড়েছিল,
আতংকিত হয়ে তোমাকে জড়িয়ে ধরেছিল ।

আমি চিৎকার করে বলেছিলাম, তোমাকে ভালোবাসি,
তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে, দিয়েছিলে স্বপ্নরাশি ।
দুজন দুজনার হাত ধরে কিছু সময় কাটালেম,
এরই নাম বুঝি ভালোবাসা, এরই নাম বুঝি প্রেম ।

সেদিন ভুবনে হয়েছিল প্রেমের অভ্যুথান,
জীবনে হয়েছে আমার ব্যাপক পরিবর্তন ।

পাল্টে দিয়েছো তুমি আমার জীবনধারা,
অসহায় হয়ে যাবো আমি, তুমি ছাড়া ।
ছেঁড়োনা দুটি হাত, শক্ত করে ধরে রাখো,
সারাজীবন এই হৃদয়ের সম্রাজ্ঞী হয়ে থেকো ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

নিলু বলেছেন: লিখে যান

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

পরাধীন বাংগালী বলেছেন: ধইন্যা ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬

ফ্‌জলূল করিম বলেছেন: শুভ কামনা রইল।

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

পরাধীন বাংগালী বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইলো ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

নেক্সাস বলেছেন: খুব সুন্দর কবিতা। কিন্তু অন্তমিল যেন আরোপিত মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় এই কবিতাটা মুক্ত ছন্দ ধারায় লিখলে ভালো লাগতো,

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

পরাধীন বাংগালী বলেছেন: ভাই এত কিছু বুঝিনা, মন চায় টাই লিখি ।
অসংখ্য ধন্যবাদ কবিতা টি পড়ার জন্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.