![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
স্বপ্নরাও মাঝে মাঝে বেশি বাড়, বেড়ে যায়,
দুঃসাহসিক ভাবে তোমাকেই কাছে পেতে চায় ।
আশ্চর্য হয়ে ভাবি, ক্ষুদ্র হৃদয় আমি,
কোন যোগ্যতায় চাই তুমি?
শরীরটাও মাঝে মাঝে প্রতিবাদী হতে চায়,
তোমার উর্বর জমিতে চাষি হতে চায় ।
রাখতে চায় চোখে চোখে তোমার,
এত সাহস কিভাবে হলো আমার !
নিশ্চিত পরাজয়ের শীর্ষ ভাগে,
এক অনিশ্চিত ভালোবাসার দাবি ।
প্রেম সাগরে হাতড়ে খুঁজি,
হারিয়ে যাওয়া জীবনের চাবি ।।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
পরাধীন বাংগালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: ছন্দবদ্ধ লেখা ।দুঃসাহসিক কিছু স্বপ্ন ভাল লেগেছে ।