নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততার অভিমান

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

প্রিয়, অনেক ব্যস্ততার মাঝে আছি,
তাই বলে মনে করোনা তোমায় ভুলে গেছি ।
তোমার আমার মাঝে, এই সাময়িক অদেখার ব্যবধান,
ভুল বুঝে আবার করে বসোনা অভিমান ।

প্রতিটি কাজের মাঝেও তোমায় মনে পড়ে,
মনে পড়ে তোমাকে, কাজ শেষে বিষন্ন দুপুরে ।
শুধু সময় ও সুযোগের অভাবে, তোমার সাথে দেখা হয় না ,
তাই বলে আমায় ছেঁড়ে, দূরে সরে যেয়োনা ।

তুমি সাজিয়েছো আমার জীবনটাকে নানান রঙের ফুলে,
ভেঙে যেনো না পড়ে এই বন্ধন, আমাদের অদেখার ভুলে ।

জানতে ইচ্ছে করে, তুমি কেমন আছো ?
আমার ছবি বুকে ধরে, আজো কী তুমি কাদছো ?

জানা হয়না খবর তোমার শুধু কাজের ব্যস্ততায়,
জানি আমাদের বন্ধন, চির অটুট রবে শত অদেখায় ।

এও জানি তুমি আমার উপর, করে আছো রাগ,
মন থেকে মুছে ফেলো অভিমানের দাগ ।
আমি চিরদিন তোমরই ছিলাম, তোমারি আছি,
জীবন দিয়েও যে আজো, শুধু তোমায় ভালোবাসি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

আহমেদ নিশো বলেছেন: খুব ভাল লাগল।

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

পরাধীন বাংগালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.