![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
তুমি কখনো দেখোনি ,
আমার দুঃখগুলো নেড়েচেড়ে,
কখনো কাদোনি তুমি,
আমার দুঃখে দু"চোখ ভরে ।
তবুও তুমি আমার,
প্রেয়সী হতে চাও কী করে ?
যেখানে ঘৃণায় তুমি,
আসতে চাওনি আমার ঘরে !
আমি হতশ্রী ছিলাম বলে,
তোমার করুনা দিতে চেয়েছিলে ।
আমি দুহাত পেতে নেইনি তাই,
তুমি বললে আর নয়, আমি যাই ।
আজ আমার ঘরে ঐশ্বর্যের সুখ ভরা,
তাই বুঝি তুমি দিতে চাও ধরা ?
সেদিনতো তুমি আমার ডাকে দাওনি সাড়া ?
যখন ছিলাম আমি ছন্নছাড়া ।
এভাবেই কিছু সময় কেটে যায়,
অন্তহীন কিছু নিঃসঙ্গ ভাবনায় ।
তবু রঙিন এই মন রঙের ঘুড়ি উড়ায়,
সব কিছু ভুলে তোমাকেই কাছে পেতে চায় ।
আমার দুঃখে, তুমি না-ই দুঃখী হলে,
কিছুটা তোমার দুঃখ না হয়, আমায় দিয়ে দিলে ।
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
পরাধীন বাংগালী বলেছেন: ধইন্যা বাদ ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
অবাকবিস্ময়২০০০ বলেছেন: হুম বেশ
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
পরাধীন বাংগালী বলেছেন: আপনাকেও ধইন্যা ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
নিলু বলেছেন: ভালো , লিখে যান