নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য কাতরতা

২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪



আরো একবার মন চায়, তোমার জন্য কাঁদি,
তোমারি আশায় আবারো বুক বাঁধি ।
তোমার জন্য পথ চেয়ে থাকি বসে,
মুছে দিয়ে চোখের জল কাছে এসে ।

আবার এসে বুকে দিয়ে যাও আঘাত,
তোমারি জন্য কেটে যায় নির্ঘুম রাত ।
জানি এই কান্না মিথ্যা মরীচিকার জন্য,
তবু বলি তোমাকে ভালোবেসে আমি ধন্য ।

তুমি আমাকে যত দাও দুঃখ, যত আছে ব্যাথা,
হাত ধরে বলে যাও, যত আছে কথা ।
তোমার জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি গেছে শুকিয়ে,
হেসেছি তোমার সুখের জন্য, দুঃখ রেখেছি লুকিয়ে ।

তোমার কাছে কখনো কোন কিছুই চাইনি,
আজ মুছে দিয়ে যাও, জীবনের গ্লানি ।
তোমাকে ভালোবেসেছি কি শুধু কষ্ট পাওয়ার জন্য,
আমার ভালোবাসা কি ছিল বাজারের পন্য?

জীবনে তুমি সবই পাবে, সুখ, হাসি, গান,
সবই কাগজের ফুল, সুন্দর হলেই নেই তাতে প্রান ।
এতকিছুর পরেও আজ, তোমাকে ভালোবাসি,
তোমার আশায় পথ চেয়ে আজো বসে আছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.