নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

জনতার হুংকার

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

এ যেন শত কোটি ভুখা মানুষের মিছিল,
মানুষের হাড়ছিড়ে মাংস খায় হিংস্র চিল ।
হাড় জিরজিরে অনাহারী সকল প্রান,
কোথায় গেল কবি তোমার সাম্যের গান ?

চারদিকে ক্ষুদার হাহাকার, যেন জীবন্ত কঙ্কাল,
নেতা তুমি অট্টালিকায়, গুদাম ভরা তোমার চাল ।
খাদ্য দিয়ে করছো তুমি গাড়ির জ্বালানী,
অস্র দিয়ে ধংস করো মানবতা, তুমিতো খুনি ।

অভাবে জর্জরিত লক্ষ কোটি লোক,
খাদ্যের শ্রাদ্ধ করে করছো জাতীয় শোক ।
কি নিষ্ঠুর তামাশা বিশ্বজুড়ে,
যখন যাকে মারছো ফুঁড়ে আস্তাখুরে ।

সাবধান নেতা, এই গদি তোমার চিরদিনের নয়,
জাগছে জনতা বুকের মাঝে রাখো ভয় ।
এসো হে সংগ্রামী শ্রমিক জনতা,
উড়িয়ে দাও সারাবিশ্বে সুদিনের বারতা ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

সুপ্ত আহমেদ বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

পরাধীন বাংগালী বলেছেন: ক্ষমা করবেন, দুই দিন মতিঝিলে ছিলাম কাদের সিদ্দিকীর সাথে তাই উত্তর দিতে পারি নাই । অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

নিলু বলেছেন: লিখতে থাকুন

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

পরাধীন বাংগালী বলেছেন: ক্ষমা করবেন, দুই দিন মতিঝিলে ছিলাম কাদের সিদ্দিকীর সাথে তাই উত্তর দিতে পারি নাই । অনেক ধন্যবাদ ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

নিলু বলেছেন: চিত্রা এক্সপ্রেস এর যাত্রী ছিলাম সে দিন , কৈ আপনার সাথে তো দেখা হলনা ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.