নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

নারীর প্রতি

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

আমরা সবসময়ই মহৎ, সর্বক্ষেত্রেই উদার,
আমাদের দুঃখের বিনিময়ে গড়ে দেই, তোমাদের সুখের সংসার ।
আমরা মাথা নত করে, মেনে নেই তোমাদের সব কথা,
মুখে হাসি ফুটিয়ে গোপন করে যাই, যত আছে ব্যাথা ।

আমরা সহ্য করে যাই, তোমাদের সব যন্ত্রনা,
তবু তোমরা করে যাও, মিথ্যেই যত বঞ্চনা ।
আমরা যদি পারি, হৃদয় দিয়ে তোমাদের ভালোবাসতে,
তোমরা কেন জানোনা, তার প্রতিদান দিতে ।

অবশেষে তোমরাই আমাদের শেষ ভরসা,
জানি আবার দুঃখ দিবে, তবু করি মিছে আশা ।
আমরা তোমাদের দিয়ে যাই, উজাড় করে মন-প্রান,
তোমরা দিতে চাওনা, সামান্য তার প্রতিদান ।

আমাদের বিবেক আছে, আছে স্বচ্ছ মন,
তোমরা আমাদের ব্যবহার করো, যতটুকু সময় প্রয়োজন ।
তারপরও বলি নারী, আমরা তোমাদের ভালোবাসি,
ভেঙে দিয়ে যাও সুখের ঘর, মুখ করে হাসি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

নিলু বলেছেন: নিরুপায় হোয়েই করে থাকে , লিখে যান

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

পরাধীন বাংগালী বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.