নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

আমার বিশ্বাসই হয়না,
তুমি আমাকে ছাড়া থাকতে পারো !
এত ভালো আমাকে বেসে,
মুহূর্তেই ভুলে যেতে পারো ।

ভালোবাসায় ক্রুটি ছিলোনা,
তবু তুমি চলে গেলে ।
কাঁচকে হীরা ভেবে,
হীরা ফেলে কাঁচ তুলে নিলে ।

জানি একদিন ভাঙবে,
তোমার সব সংশয় ।
বুঝবে সেদিন মিথ্যেই,
ভেঙ্গেছিলে আমার হৃদয় ।

সেদিন হয়তো আমি থাকবো না তোমার পাশে,
তোমায় ফেলে আমি দূর তারার দেশে ।

তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল না,
পরিপূর্ণ ছিল অবিশ্বাসের বিষে ।
তাইতো ভাঙলো জনমের বন্ধন,
চূর্ণ হলো তা এক নিমিষে ।

বিবেকের দর্পণে দেখবে, নিজেরই প্রতিভম্ব,
ধূলিসাৎ হবে তোমার, যত আছে দম্ভ ।

অতি লোভের আশায়,
ভাঙলে আমার মন,
নিশ্চয় একদিন বুজবে,
কত কষ্ট ভালোবাসা হীন জীবন ।

আমায় কাঁদিয়ে তুমি,
সুখী হতে পারবে না ।
ভুল প্রমাণিত হবে,
তোমার মিথ্যে সকল ধারনা ।

তুমি মহাকাল পারি দিতে পারো, আকাশটাও ছুতে পারো,
পারবে না ভুলতে আমার ভালোবাসা ।
সোনার চেয়ে খাঁটি আমার প্রেম,
যেন অন্ধকারে আলোর দিশা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

নিলু বলেছেন: লিখে যান

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

পরাধীন বাংগালী বলেছেন: এক ক্ষেত ধইন্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.