নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

বিজয়ানন্দ

০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

কখনো আনন্দ অশ্রুর ভাষা বোঝাবার নয়,
দু"নয়নের পাশ দিয়ে গড়িয়ে পড়ে, ফোটাফোটা জলময় ।
দুরু দুরু করে বুক, কেটে উঠা কত ভয় !
এ যে কী সুখ !, ভাষাহীন ভাবনার তন্ময় ।

তব বন্ধু এই আনন্দ-ক্ষণ,
বারবার ফিরে পেতে চায় মন ।
দেখিতে চায় না আজ, কারো ঘুমোট বদন,
এ যে সেই প্রতীক্ষিত জয়, বাস্তবে ধরা স্বপন ।

শত নয়নের আঁখিজল, আজ বিজয়ীর জন্যে,
আনন্দে উতলা মন, কেঁদে উঠে ক্ষণে ক্ষণে ।
তুমি জয়ী আজি এই বিজয়ের পথে,
শত সহস্র সঙ্গী, তোমার এই রথে ।

মন থেকে মুছে ফেলো, সেই কষ্ট ব্যাথা,
তুমি বিজয়ী, শোনাও বিজয়ের কথা ।
শেষ হলো আজ তোমার প্রতীক্ষার প্রহর,
সমৃদ্ধ হউক তোমার অর্জন, সমৃদ্ধ হউক বহর ।

তুমি চলো জয় করতে, সামনের প্রতিটি রণে,
লক্ষ কোটি জনতা আছে তোমার সনে ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: টাইগারদের অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.