নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

দুঃখিত পাঠক !! আমি বিএনপি নই, আওয়ামী লীগ ও নই, আমি একজন গর্বিত বাঙ্গালী-২

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

একটি শান্তিপ্রিয় জাতিকে স্পষ্টত দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে সুচিন্তিতভাবে এবং সুকৌশলে । মুক্তিযুদ্ধের স্বপক্ষ দাবীদ্বার এক পক্ষ অন্য পক্ষকে চিহ্নিত করা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি । স্বাধীনতার ৪৫ বছর পরেও আমাদের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের সংখ্যা, জাতির বীর সেনানী মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উঠা বিতর্ক, জাতি হিসেবে নিজেদেরকে বহিঃবিশ্বের কাছে শুধু ছোট আর লজ্জিত্ব ই করছি না ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ভুল বার্তাও পৌছে দিচ্ছি, সঠিক ইতিহাস টা সুকৌশলে আড়াল করে । এর দায়ভার তথাকথিত দলকানা বুদ্ধিরবেশ্যাদেরকেই নিতে হবে ।
ক্ষনাতাসীন দলকানা তথাকথিত প্রগতিশীল বুদ্ধিবেশ্যাদের দাবী মুক্তিযুদ্ধের সকল কৃতিত্বের দাবীদার আওয়ামী লীগ, বাকি সব নস্যি । অথচ মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের অনেক নেতার ভূমিকাই ছিল পশ্চাৎ পলায়ন, সন্মুখ রণে নেতৃত্ব দিয়েছিলেন আপামর জনসাধারণকে নিয়ে গঠিত গেরিলা মুক্তিবাহিনী । এই সত্যটি তারা এড়িয়ে যেতে চায় । সবচাইতে জঘন্যতম ব্যাপার হচ্ছে শাসক দল আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, রাজাকার, পাকিস্তানের চর আখ্যা দেয়া হচ্ছে । আওয়ামীলীগের বিরোধিতা করলেই যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা নয় এই সাধারণ জ্ঞানটুকুও জ্ঞানপাপীরা বুঝতে চায় না ।
পক্ষান্তরে বিরোধী শিবির থেকে আওয়ামীলীগের বিরোধিতা করতে গিয়ে সরাসরি মুক্তিযুদ্ধেরই বিরোধিতা করে যাচ্ছেন তাদের নেতৃবৃন্দ । মুক্তিযুদ্ধে নিহত শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে এবং জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে কটাক্ষ করে তারা শুধু নিজেদের দলীয় দীনতাই প্রকাশ করছেন না প্রকারন্তে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি নামটি পাকাপোক্ত ভাবে নিজেদের গায়ে জড়িয়ে নিচ্ছেন, সাধারণ জনগনের চোখে ।
মুক্তিযুদ্ধে আপনি আওয়ামীলীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করে নিজেরাই ক্ষতিগ্রস্থ হবেন । একটি দলের চাইতে যখন ব্যাক্তি বড় হয়ে উঠেন, যখন সাড়ে সাত কোটি মানুষের কণ্ঠ একটি লোকের ৭ই মার্চের ভাষণে ধ্বনিত হয়, যখন একটি মানুষের মুখে সমগ্র দেশের মানচিত্র ফুটে উঠে, তাকে নিয়ে বিতর্ক করা নিজের জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করার মত বিব্রতকর নয় কি?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক, জাতির স্থপতি এই নিরেট সত্যটুকু স্বীকার করা মানেই আওয়ামীলীগের বশ্যতা স্বীকার করা নয় । আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ফেরি করে বিক্রি করা দল । বঙ্গবন্ধুর আদর্শ এই দলটি আর ধারন করেনা । বঙ্গবন্ধু তার কর্মগুনে দলের চাইতেও বড়, তার ত্যাগের কারণে তিনি বিতর্কের উর্ধ্বে ।
আওয়ামীলীগ যতই দাবী করুক বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ এটা তাদের দলীয় সংকির্ন মনোভাবের পরিচয় । বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির সম্পদ । আওয়ামীলীগের দাবির বিপক্ষে আরো একটি জোড়ালো যুক্তি হচ্ছে বঙ্গবন্ধু রাজনীতিতে প্রবেশকালীন এবং বিদায়লগ্ন দল কোন টাই আওয়ামী লীগ ছিলনা । তার রাজনৈতিক প্রবেশকালীন দল ছিল নিখিল ভারত মুসলিম লীগ আর বিদায়কালীন তিনি গঠন করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে (বাকশাল) । তারপরও আওয়ামীলীগ বঙ্গবন্ধুকে পুজি করে রাজনীতি করে তাদের ফায়দা হাসিলের জন্য ।
(চলবে....)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

ফাহিম আবু বলেছেন: আমি কিন্তু বাঙ্গালী নই ! পাহাডী, বাঙ্গালী জাতি ইত্যাদি সবাইকে নিয়ে গডা বাংলাদেশি !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

পরাধীন বাংগালী বলেছেন: আমি আপনার বাংলাদেশী পরিচয়টাকে সন্মান জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.