![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
বিরোধিদলের নেতৃবৃন্দ লাগাতার ভাবে, মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নিহত শহীদের সংখ্যা নিয়ে, বিতর্ক উসকে দিচ্ছেন । ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ ছাড়া তারা আর কোনভাবে লাভবান হচ্ছেন বলে প্রতিয়মান নয় । বিতর্কের খাতিরে ধরে নিলাম মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত শহীদের সংখ্যা ত্রিশ লাখ নয় তিন লাখ । তার মানে কি পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে গনহত্যা করেনি? বর্বরতা চালায় নি? ধর্ষন, লুণ্ঠন করেনি? মাত্র নয়টি মাসে (তর্কের খাতিরে তিন লাখ) মানব সন্তান হত্যা করা গনহত্যা/ বর্বরতা নয়? পাকিস্তানী হানাদার বাহিনীর অপরাধ হালকা করে দেখা যৌক্তিকতা কি তা বোধগম্য নয় । মুক্তিযুদ্ধ কালীন আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ ফেলে ভারত পলায়ন আর আরাম আয়াসের বিলাস জীবন নিয়ে বিতর্ক তুললে হয়তো বিতর্ক টা জমতো বিরোধী বন্ধুরা, বিতর্ক টা আরো জমাতে পারতেন পাকিস্তান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হওয়া স্বত্তেও স্বাধীন বাংলাদেশে আওযামী লীগের সরকার গঠনের যৌক্তিকতা নিয়ে । কেন স্বাধীন বাংলাদেশে আওয়ামীলীগের নেতৃত্বে সকল দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন না করে শুধু মাত্র আওয়ামী সরকার গঠন হলো সে প্রশ্নটি তুলে । পাকিস্তানের কণ্ঠে, কণ্ঠ মিলিয়ে পাকিস্তানী আদর্শে বিশ্বাসী জামায়াতের লাভ হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, সেক্টর কমান্ডার, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের গঠিত দল বিএনপির না ।
(চলবে .....)
©somewhere in net ltd.