নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

দুঃখিত পাঠক !! আমি বিএনপি নই, আওয়ামী লীগ ও নই, আমি একজন গর্বিত বাঙ্গালী-৪

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

শাসক দলের অনুকূলে আশ্রিত তথাকথিত, প্রগতিশীল বুদ্ধিরবেশ্যাদের, মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যাবসা বন্ধ করতে হবে । আমাদের বাঙালি সংস্কৃতির পরিপন্থী এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, সংস্কৃতি চালু করে এদেশে তারা বিদেশী প্রভুদের, বানিজ্যিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় । এই সকল তথাকথিত মুক্তমনার দাবিদার, নিজেদের পরিচয় দেয় মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি । কিছু কিছু মিডিয়া, এই সকল অপসংস্কৃতির পৃষ্ঠপোষক । থার্টি ফার্স্ট নাইট, ডিজে পার্টি অপসংস্কৃতির উৎকৃষ্ট উদাহরণ । নাইট ক্লাবে নগ্ন নৃত্য করে, সারারাত মদ গিলে, দিনের বেলা এরা হাজির হয় মুখে, গালে দেশের জাতীয় পতাকা এঁকে, এরা দেশ প্রেমের মিথ্যে অভিনয় করে । তারা জানে কিছু মিডিয়া, গালে দেশের পতাকা আঁকা মুখ প্রচার করে, মুখে আঁকার রঙ বিক্রি করে বাণিজ্য করবে । তাদের উদ্দেশ্য দেশপ্রেম প্রচার নয়, তাদের উদ্দেশ্য বাণিজ্য করা । জামায়ত ইসলামকে গালি দিতে গিয়ে এরা, প্রায়শ ইসলাম ধর্মকেই গালির টার্গেট করে । হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি তারা ধংস্ব করতে চায়, নিজ প্রভুদের ফায়দা লোটার জন্য । আর তাদের সকল অপকর্মের ঢাল হিসেবে তারা ব্যাবহার করে, মুক্তিযুদ্ধ শব্দটাকে । ধর্মনিরেপেক্ষতার নামে দেশকে ধর্মহীন করার হীন প্রয়াস এরাই করে । অথচ ৭১ কিংবা ৭৫ এর মত পরিস্থিতি সৃষ্টি হলে, এরাই পশ্চাৎ পলায়ন মোশতাকের দোসর হিসেবে আত্নপ্রকাশ করবে । দেশ যদি কোন কারনে যুদ্ধউদ্ভব পরস্থিতি সৃষ্ট হয়, তাহলে এই সকল চাটুকার, দলকানা, বুদ্ধিরবেশ্যারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ব্যাস্ত থাকবে, কিন্তু যুদ্ধের ময়দানে বুক চেতিয়ে লড়ে যাবে, এই দেশের আপামর জনগন, যারা বিএনপি করে না, যারা আওয়ামী লীগ করেনা । যারা এই দুই দলের বাইরে, শুধুমাত্র বাংলাদেশটাকেই ভালোবাসে ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

নতুন বলেছেন: আমি বিএনপি নই, আওয়ামী লীগ ও নই, আমি একজন গর্বিত বাঙ্গালী

আপনি কি জামাতীও না?

এইটা যোগ করে দেন... তাইলে ঠিক আছে..

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

পরাধীন বাংগালী বলেছেন: আমার আগের পোষ্ট গুলি দয়া করে একটু পড়ে দেখবেন । আশা করি তখন বুঝতে পারবেন আমি জামায়তীও না । কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ । অবশ্যই আগের পোষ্ট গুলি পড়ে প্রতিউত্তর দিবেন আশাকরি । পরবর্তী পর্ব গুলো পড়ে বুঝবেন, আমি কমিন্যুষ্ট ও না ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

অগ্নি কল্লোল বলেছেন: অনেক চমৎকার একটা প্রতিবাদী কবিতা।।
শুভ কামনা জানবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

পরাধীন বাংগালী বলেছেন: ধন্যবাদ, আপনার প্রতিও শুভকামনা ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো কথা বলেছেন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

পরাধীন বাংগালী বলেছেন: এদেশে ভালো কথা শোনার লোক কম, ধন্যবাদ ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

খোলা মনের কথা বলেছেন: প্রত্যেকটা কথা অনেক মূল্যবান। আর সকল কথার মূল্য আপনাকে কেউ দিবে না। তবে কথা গুলো সাধারণ নিরীহ বাঙালীদের মনের কথা। তাই অসংখ্যা ধন্যবাদ আপনাকে।

ঐলোক গুলো আপনাকে যুদ্ধপরাধী বানাতে পারে তাই সাবধান।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

পরাধীন বাংগালী বলেছেন: আমি কাউকে খুশি করার জন্য লেখি না, কে যুদ্ধপরাধী বললো আর কে মুক্তিযুদ্ধা বললো সেইটা নিয়ে মাথা ঘামালে, লেখালেখি ছেড়ে দিয়ে পশ্চিমা এম্বাস্যি গুলীতে লাইন দিয়ে বিদেশ পাড়ি দিতে হবে । স্বদেশ কে ভালোবাসি, আকড়ে ধরে পড়ে থাকতে চাই । অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য। আশা করি সঙ্গে থাকবেন, পরবর্তি শেষ দুইটা পর্বে চোখ রাখবেন ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫১

মোঃ ইয়াসির রহমান বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।নতুন ভাই নামে যা মন্তব্যে তার উল্টা।ঐসবেরে ধাইরেন না।আপনার সাথে সুর মিলিয়ে বলছি "আমি বিএনপি নই, আওয়ামী লীগ ও নই, আমি একজন গর্বিত বাঙ্গালী।" অনেক শুভ কামনা রইল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

পরাধীন বাংগালী বলেছেন: এই পরিচয় টাই দিতে চাই জনম ভরে, গর্ব করে, মাথা উচু করে, বুকে হাত রেখে, উচ্ছ্বাসে, উল্লাসে, সুখে, দুঃখে, কান্নায়,হাসিতে চিৎকার করে বলতে চাই আমি একজন বাঙালি । অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, পরবর্তি শেষ দুটি পর্বেও পাশে পাবো আশা রাখি । শুভ কামনা নিবেন ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


" ধর্মনিরেপেক্ষতার নামে দেশকে ধর্মহীন করার হীন প্রয়াস এরাই করে । "

-আপনি মনে হয়, পাকী মনের বিরাট ভাবুক?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

পরাধীন বাংগালী বলেছেন: আমি আপনার মত দলভুক্ত হতে পারিনাই এখনো, তবে দলভুক্ত হলে ভাবুক না চাবুক তা অবশ্যই জানবেন ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

নতুন বলেছেন: আপনি যদি পিওর বাংলাদেশী সেটা অবশ্যই খুবই ভাল... এমন মানুষ খুবই কম আছে কিন্তু দরকার খুবই বেশি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

পরাধীন বাংগালী বলেছেন: প্রত্যাশা করি নিজের পরিচয়টা গর্ব করে দিতে যে, আমি একজন বাঙালি । সংখ্যায় কম নেই কিন্তু প্রকাশ টা খুব কম মানুষ ই করে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.