নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

কবির কবিত্ব বিলীন প্রকৃতির মাঝে,
আমির আমিত্ব বিলীন জীবিকার কাজে ।
আমি এখন গাছের পুরনো ঝরা পাতা,
আমার নিঃসরিত কালিতে খুলুক নতুনের খাতা ।

আমায় অমানুষ বলতে পারো,
হারিয়েছি মনুষ্যত্বের সব ।।
অথচ একদিন স্বাধীনতার পতাকা উরিয়েছিলাম,
আমিই আসম আব্দুর রব ।।

যৌবন যে হারিয়েছে, সে হারিয়েছে জীবন ।
অন্যায়ের সাথে যে আপোষ করেছে, বেছে নিয়েছে মরন ।
জীবন যে চায় মৃত্যুকে বাধে আলিঙ্গনে,
মাথা উচু করে প্রতিবাদী হয়, ভয় কি মরনে ।।

অবনত মস্তকে আপোষ করে যায়,
ভীতু জীবনের কাঙাল ।
পৃথিবী তারে করুণা করে,
মুক্ত করতে চায় এই জঞ্জাল ।।

বেঁচে আছি, মরে গিয়ে বাঁচি,
বেঁচে থাকার বড় দায় ।
মানুষ হয়তো হতে পারিনি, তবু রক্ত বিদ্রোহ করে,
দেখলে এত অন্যায় ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর চমৎকার বাস্তবতায় জীবনে হিসাব ফুঁটে উঠেছে।।।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

পরাধীন বাংগালী বলেছেন: আবেগে আপ্লূত হইলাম দাদা, ধন্যবাদ ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

পরাধীন বাংগালী বলেছেন: আবেগে আপ্লূত হইলাম দাদা, ধন্যবাদ ।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

পরাধীন বাংগালী বলেছেন: ধন্যবাদ, আপনার প্রতিও ভালবাসা নিবেন ।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার লিখেছেন।
প্রথম প্লাস!

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

পরাধীন বাংগালী বলেছেন: টেনেটুনে পাস হলেই আমি খুশি । অনেকে অনেক শুভেচ্ছা নিবেন ।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো
ধন্যবাদ,ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

পরাধীন বাংগালী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন । আপনাকেও ধন্যবাদ ।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: বিদ্রোহের কবিতা।
+++

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

পরাধীন বাংগালী বলেছেন: না ভাই, মধ্যবিত্তের কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.