নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

নো ওয়ান কিলড জেসিকা !!!!

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

ছবিটি দেখছিলাম আর ভাবছিলাম,
ভাবছিলাম আর হিসেব মিলাচ্ছিলাম ।
তনু নামের হাসি মাখা, অভাগী মেয়েটির কথা,
ফেলানীদের দেশে মৃত্যুর পরেও, সয়ে যাওয়া অসহ্য যন্ত্রনার ব্যাথা ।

সামাজিক প্রত্যেকটি মানদন্ডে, মেয়েটি ভালো
তবু নিভে গেল জীবন প্রদীপ, "ত্বকী" নামের অর্থ ওতো আলো!
বিচার হীনতার এই দেশে, হেরে গেছে মানবতা,
খুনিরা উদ্দাম নৃত্যে, করে যায় পাশবিকতা ।।

রাষ্ট্র যন্ত্রের দ্বারে, মাথা ঠুকে মরে বিচারের আবেদন,
বিচারবিভাগ অন্ধ ছিল, কালা-বোবাও হয়েছে এখন।

জাগো, সদা জাগরুক হউক জনগণ,
বিচারের দাবিতে গড়ে তুলো দূর্বার আন্দোলন।
আমার বোন তনুকে, মারলো কোন হায়েনার দল?
রক্তের বদলা ছাড়া শুকাবেনা, এই চোখের জল।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.