![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
জনপ্রতিনিধিগন,
ইংল্যান্ডের টেমস নদীর পর, পৃথিবীর দ্বিতীয় হারবার বেষ্টিত শান্ত নদী শীতলক্ষ্যা । যে শীতলক্ষ্যা কে ঘিরে গড়ে উঠেছিল দেশের প্রধান নদী বন্দর, পাট ও লবন শিল্পের কেন্দ্রবিন্দু, তৎকালীন দেশের শীর্ষ বাণিজ্য কেন্দ্র, প্রাচ্যের ড্যান্ডি নারারাণগঞ্জ শহর ।
শীতলক্ষ্যার সুমিষ্ট, স্বচ্ছ পানির কারনে ইংল্যান্ডের ঔষধ কোম্পানি গুলি ঔষধ তৈরির কাজে শীতলক্ষ্যার পানি ব্যাবহার করতো । মসলিনের মত দূর্লভ শিল্প গড়ে উঠেছিল শীতলক্ষ্যার সুশীতল আদ্র আবহাওয়াকেই কেন্দ্র করে । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দূষণে আক্রান্ত শীতলক্ষ্যার পানি আজ কালো কুচকুচে, দুর্গন্ধময় । এক সময় বিভিন্ন জলজ, প্রাণীজ ও মৎস্য সম্পদে ভরপুর শীতলক্ষ্যা দখলে, দূষণে আজ মৃতপ্রায় । শীতলক্ষ্যার দিকে তাকালে চোখে পানি এসে যায় ।
জনপ্রতিনিধিগন, আপনাদের আশু পদক্ষেপ ছাড়া শীতলক্ষ্যাকে হয়তো আর বাচানোই যাবেনা ।
মাননীয় সংসদ সদস্য জনাব এ,কে,এম সেলিম ওসমান,
আপনি দেশের শীর্ষ পোষাক রপ্তানিকারক সংগঠন, বিকেএমইএ-এর দীর্ঘ দিনের নির্বাচিত সভাপতি । একজন দক্ষ এবং ভালো প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্সকেও পরিচালনা করেছেন সুনামের সাথেই । আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, বন্দর তথা নারায়ণগঞ্জবাসীর প্রানের দাবি শীতলক্ষ্যা সেতু নির্মানে যে স্থান নির্ধারণ করা হয়েছে সেই মদনগঞ্জ, শহর অঞ্চল থেকে অনেকদূরে অবস্থিত । এমতবস্থায় মদনগঞ্জ দিয়ে সেতু নির্মান করলে নারায়ণগঞ্জ ও বন্দর বাসীর কারওই কোন কাজে আসবে না । বৃহৎ জনগোষ্ঠীর দাবী উপেক্ষা করে অপেক্ষাকৃত কম জনবহুল ও কম গুরুত্বপূর্ণ অঞ্চল মদনগঞ্জ দিয়ে শীতলক্ষ্যা সেতু তৈরির উদ্যেগ কার স্বার্থে ???
মাননীয় সংসদ সদস্য জানাবেন কি?
অবিলম্বে আমরা নারায়ণগঞ্জের বৃহত্তর জনসাধারণের প্রানের শীতলক্ষ্যা সেতু নবীগঞ্জ ঘাঁট দিয়ে নির্মানের ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবী জানাচ্ছি । (চলবে...)
©somewhere in net ltd.