নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
আজ রাতে তারাবীহ পড়ার মধ্যে দিয়ে শুরু হবে পবিত্র মাহে রমজান মাসের ইবাদত পর্ব। ইসলাম ধর্ম মতে সবচেয়ে উত্তম মাস হল-রমজান মাস, তাই এই মাসে রয়েছে মুমিনদের জন্য বাড়তি ইবাদাতের সুযোগ। মূলত যারা মুমিন তারাতো সারা বছর নিজেকে সংযত রাখে- লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ থেকে। অশুদ্ধি জীবন মোহ ত্যাগ করেছে - পরকালের আশায়।
কিন্তু আমরা যারা এই মাস এলে মসজিদ পাণে একটু বেশি বেশি যাই, তাদের উচিত নিজেকে এই মাসের পবিত্রতায় ডুবিয়ে সারা বছরের অশুিদ্ধ জীবনের সব ময়লা ধুয়ে শপথ নেওয়া- আর নয় অশুদ্ধি জীবন।
আমরা যারা সাধারন তারা যদি এই শপথ নেই, তাহলে আমাদের ব্যাক্তিজীবন ভরে যাবে- সেীন্দর্য্যে।
আর এদেশের ক্ষমতাবানরা নিজেকে শুদ্ধি করে তাহলে- মুক্তি পাবে ১৭ কোটি মানুষ, হানা-হানি, লুট-পাট থেকে।
তাই এই পবিত্র মাসে আমাদের সবচেয়ে বেশি দোয়া করা উচিত আমাদের রাজনীতিবিদের জন্য, তারা যেন শপথ নেয় এই বলে-
ভাল সাঁজার ভান করিব না,
পকেট ভরতে গরীবের হক লুট করিব না,
ক্ষমতার লোভে খুন করিব না,
লেভাজধারী মুমিন হইব না।
২৭ শে মে, ২০১৭ রাত ৮:০০
শাহিন-৯৯ বলেছেন: আমিন।
২| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
"তাই এই পবিত্র মাসে আমাদের সবচেয়ে বেশি দোয়া করা উচিত আমাদের রাজনীতিবিদের জন্য, তারা যেন শপথ নেয় এই বলে- "
- রাজনীতিবিদদের মানসিক, শারীরিক, বক্তব্য দেয়ার ক্ষমতা ও আর্থিক উন্নয়নের জন্য দোয়া করবো।
৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:৩৩
মোশারফ৩৪ বলেছেন: আমিন
৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মোঃ মুসা ইসলাম বলেছেন: আমিন