নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জীবন শুদ্ধি শুরু হোক-এই পবিত্র মাহে রমজানে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮



আজ রাতে তারাবীহ পড়ার মধ্যে দিয়ে শুরু হবে পবিত্র মাহে রমজান মাসের ইবাদত পর্ব। ইসলাম ধর্ম মতে সবচেয়ে উত্তম মাস হল-রমজান মাস, তাই এই মাসে রয়েছে মুমিনদের জন্য বাড়তি ইবাদাতের সুযোগ। মূলত যারা মুমিন তারাতো সারা বছর নিজেকে সংযত রাখে- লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ থেকে। অশুদ্ধি জীবন মোহ ত্যাগ করেছে - পরকালের আশায়।

কিন্তু আমরা যারা এই মাস এলে মসজিদ পাণে একটু বেশি বেশি যাই, তাদের উচিত নিজেকে এই মাসের পবিত্রতায় ডুবিয়ে সারা বছরের অশুিদ্ধ জীবনের সব ময়লা ধুয়ে শপথ নেওয়া- আর নয় অশুদ্ধি জীবন।

আমরা যারা সাধারন তারা যদি এই শপথ নেই, তাহলে আমাদের ব্যাক্তিজীবন ভরে যাবে- সেীন্দর্য্যে।
আর এদেশের ক্ষমতাবানরা নিজেকে শুদ্ধি করে তাহলে- মুক্তি পাবে ১৭ কোটি মানুষ, হানা-হানি, লুট-পাট থেকে।
তাই এই পবিত্র মাসে আমাদের সবচেয়ে বেশি দোয়া করা উচিত আমাদের রাজনীতিবিদের জন্য, তারা যেন শপথ নেয় এই বলে-
ভাল সাঁজার ভান করিব না,
পকেট ভরতে গরীবের হক লুট করিব না,
ক্ষমতার লোভে খুন করিব না,
লেভাজধারী মুমিন হইব না।




মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মোঃ মুসা ইসলাম বলেছেন: আমিন

২৭ শে মে, ২০১৭ রাত ৮:০০

শাহিন-৯৯ বলেছেন: আমিন।

২| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:

"তাই এই পবিত্র মাসে আমাদের সবচেয়ে বেশি দোয়া করা উচিত আমাদের রাজনীতিবিদের জন্য, তারা যেন শপথ নেয় এই বলে- "

- রাজনীতিবিদদের মানসিক, শারীরিক, বক্তব্য দেয়ার ক্ষমতা ও আর্থিক উন্নয়নের জন্য দোয়া করবো।

৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:৩৩

মোশারফ৩৪ বলেছেন: আমিন

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.