নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

হকার সমাচার আমার ব্যাক্তিগত কিছু দেখা-জানা।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫



ছবি-গুগল মারফত।

নারায়নগন্জের শামীম স্যার আর সেলিনা হায়াত অাইভী ম্যাডামের হকার সমাচার মোটামুটি সবারই জানা, দুইজন তাদের পক্ষে যুক্তি তুলে বেশ সাধু বক্তব্য দিয়েছেন, বিশেষ করে শামীম স্যার!! কিন্তু হকারের ভিতরের খবর কি আপনারা ভাল করে জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না, যারা জানেন না,
তাদের কে আমার দেখা কথা বলছি--

নারায়ণগন্জের কাঁচপুর ব্রীজের পূর্ব সাইডে কাঁচুপুর বাজার, যার এক পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, অন্যপাশে ঢাকা-সিলেট মহাসড়ক, আর এই দুই মহাসড়কের পাশ দিয়ে হকারদের রমরমা ব্যাবসা, কিন্তু ফুটপথে এই দোকানের জন্য তাদের দৈনিক কত দিয়ে হয় জানেন? আবার এককালীন কত দিয়ে হয়?

আমি বলছি-
এখানে একটি দোকান নিতে জায়গা ভেদে এককালীন ১৫০০০-২৫০০০ টাকা দিতে হয়, দৈনিক ৫০-১০০। আবার চোরা বিদ্যুৎ লাইন দিয়ে দৈনিক দোকান থেকে ১০-২০ টাকা করে নেওয়া হয়।
কিন্তু এতেও তাদের, মানে নেতাদের কম হয়ে যায়, তাই তারা প্রতি ৬-৭ মাস পর পর পুলিশ দিয়ে হকার উচ্ছেদ অভিযান চালায় যাতে আবার নতুন করে দোকান বরাদ্ধ দিয়ে টাকা নিতে পারে।

এখানে প্রায় ২০০-২৫০ দোকান আছে,
এবার হিসাব মিলান তো কত টাকা ব্যাবসা নেতাদের।
তাহলে বলুন কেন পিস্তল নিয়ে নেতারা মাঠে নামবে না। নারায়নগন্জের কাউসিন্লর নজরুল হত্যাকান্ডের মূলে ছিল চিটাগং রোড়ের মার্কেট আর ফুটপথের চাঁদাবাজি নিয়ে। হকারদের জন্য মায়াকান্না নিতান্তই আই ওয়াস।

(আমি এই ঘঠনাগুলো খুব ভালভাবে জানতে পেরেছিলাম কারণ আমার এক কলিগ তার বড় ভাইকে একটি পানের দোকান দেওয়ার জন্য গিয়েছিল, তার কাছে থেকে প্রায় ১৭০০০ টাকা নিয়েছিল)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই ঘটনা সেখানে। হকারের টাকা কে পাচ্ছে, কে পাচ্ছে না, সেটা নিয়ে মারামারি।

সামনে এমন দিনও আসবে, বাংলাদেশে থাকতে হলে, পরিবার প্রতি টাকা দিতে হবে; সেটা কি আওয়ামী লীগ করবে, নাকি বিএনপি করলে ভালো হবে?

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

শাহিন-৯৯ বলেছেন: বর্তমানে যেহেতু আওয়ামলীগ ক্ষমতায়, আবার ২০৪১ সাল পর্যন্ত থাকবে, মারামারিও করছে তারা, তাই তাদের জন্য সেটা করা মনে হয় উচিত হবে।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

আটলান্টিক বলেছেন: সোনার বাংলা ভাইয়া ;) ;) ;)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

শাহিন-৯৯ বলেছেন: মিডিয়া সামনে এরা আসলে মনে হয় কত নিপাম্প!!
বাস্তবে এরা খুবই জঘন্য।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

মিথী_মারজান বলেছেন: হকারেরা গরীব, তাদের এখন কি হবে- এই ইস্যুতে ঝামেলা সৃষ্টকারীরা চাঁদা নেবার সময় তাদের মমতাগুলে বুক পকেটে লুকিয়ে রাখত।
যত্তসব ফালতু, স্টুপিড পলিটিক্স!

না:গঞ্জের রাস্তার অবস্হা কখনো খেয়াল করেছে এরা!
ফুটপাথ পুরোটাই ছিল হকারদের দখলে।
রাস্তায় নেমেও হাঁটা যেতনা।হকারদের বিভিন্ন পন্যবাহী ভ্যানগাড়িতে বন্ধ থাকত রাস্তার অর্ধেকটা।
প্রতিনিয়ত জ্যামের অসহ্য যন্ত্রণার প্রতিকার অবশ্যই দরকার।

আপনার পোস্টটিতে অনেক কিছু ডিটেইল জানতে পারলাম।
ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: কি আর বলার আছে,
কষ্ট করে পড়ছি, তাই প্রমান দিয়ে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

আবু তালেব শেখ বলেছেন: মরতে মরণ গরীবের

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ফুটপাত দিয়ে হাঁটা যায় না। হকার'রা দখল করে আছে। খুব রাগ লাগে। কিন্তু যখন তাদের উচ্ছেদ করা হয়- খুব খারাপ লাগে। কষ্ট হয়।
একজন সাধারণ মানুষ হিসেবে বলব, হকারদের দরকার আছে, কারন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত প্রায় বেশিরভাগ মানুষই এদের কাছ থেকে কেনাকাটা করেন।

হকার'রা তো এই দেশের'ই নাগরিক। তাদের পরিবার আছে, সন্তান আছে, বেচেঁ থাকার অধিকার আছে। কিছু দিন পর-পর এরকম উচ্ছেদ অভিযান চালালে- দরিদ্র মানুষগুলো কোথায় যাবে?

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

শাহিন-৯৯ বলেছেন: প্রতিটি স্থানে কিছু জায়গা থাকে সেখানে তাদের সরকারীভাবে বসালে এসব ঝামেলা এড়ানো যেত, কিন্তু পথ বন্ধ করে দোকান-পাট, এসব মেনে খুব যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.