নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়: সিইসি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, বিএনপি একটা বড় দল। তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তিনি (সিইসি) আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

তাঁর এই বক্তব্য বাস্তবসম্বত, তাঁর আশা ফেলে দেওয়া মত নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে- সিইসি কি নিজে কোন উদ্যোগ নিবে বিএনপির দাবির বিষয়ে, সিইসি সংবিধান সংশোধন করতে পারবে না, কিন্তু তাঁরা বিএনপির আরেক দাবি বিচারিক পাওয়ারে সেনা-বাহিনরি মোতায়ন সেটা করতে পারে যদিও সরকারের সহযোগিতা লাগবে। তবুও সিইসি চেষ্টা করলে সরকার দিতে বাধ্য।

একাদশ নির্বাচন কার্যক্রম শুরু হতে সম্ভত আর মাত্র ৮ মাসের মধ্যে বাকি আছে, এখনি উপযুক্ত সময় এই বিষয় একটা ফয়সালা করার, সরকার কোনভাবে চাচ্ছে না, বিএনপি ভালমত নির্বাচনে আসুক তাঁরা চাচ্ছে জাতীয় পার্টি (এরশাদ) মার্কা অংশগ্রহন। যেখানে গত ৫ই জানুয়ারীর মত আরেকটা ফ্রি ক্ষমতা নেওয়া যায়।

সিইসি কথার কথা না বলে এখনি যদি দৃশ্যমান পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় আওয়ামলীগ তাদের লাফালাফি কিছুটা কমিয়ে গনতন্ত্রের মূল রোডে ফিরবে।

আওয়ামলীগকে বুঝতে হবে- "উন্নয়নের গনতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র" এই স্লোগান ঠিক নয়। যদি তাঁরা বলত "সবার অংশগ্রহনে উন্নয়ন, জনগনের ভোটে ক্ষমতায়ন" তবেই তা সবার মাঝে গ্রহনযোগ্যতা পেত, দেশ গনতন্ত্রের মূল সড়কে উঠত।

এখন দেখার বিষয় এই সিইসি কি শুধু কথায় বিশ্বাসী নাকি কাজে বিশ্বাসী। ইতিহাস কি গড়বেন তিনি নাকি তার উত্তরসূরীর মত ---- মালা নিয়ে বিদায় নিবেন।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

আটলান্টিক বলেছেন: :) :) :) উনি মালা নিয়ে বিদায় হবেন নিশ্চিত থাকেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

শাহিন-৯৯ বলেছেন: কেউ কি ইতিহাসের বীর হতে চায় না? আমি বড্ড আশাবাদী মানুষ কেউ দুইটি ভাল কথা বললে অনেক সময় বিশ্বাস করে ফেলি, উনি যতদিন না মীরজাফর চরিত্র নিচ্ছেন ততদিন আমি বিশ্বাস করে যাব।

মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

তারেক ফাহিম বলেছেন: রাজনীতির অস্থিরতায় আর কথা বলতে ইচ্ছে হয় না, ব্লগটি পড়েছি তাই মন্তব্য করে গেলাম প্রমান স্বরূপ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শাহিন-৯৯ বলেছেন: প্রমাণ রাখার জন্য ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র ড: মইন খান ব্যতিত বাকীগুলো চোর ডাকাত, জাতি কি চোর ডাকাতের অভাব ভুগছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহিন-৯৯ বলেছেন: তবুও তো বিএনপি'র ড: মইন খান ভাল মানুষ, আওয়ামলীগের এরকম বলার মত কি কেউ আছে যে সে চোর নয়।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব মানুষ শিক্ষিত না হলে সেই দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানুষের অন্ন, বস্ত্রের সংস্থানও একটি বিষয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

শাহিন-৯৯ বলেছেন: পুস্তকগত শিক্ষিত হলে হবে না, সবাইকে অবশ্যই সু-শিক্ষিত হতে হবে।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



ড: মইনখানকে তো সরকার চালাতে দেয়া হয় না; বেগম জিয়ার সরকারে ফালুর মুল্য বেশী, ড: মইন খানের মুল্য নেই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন: ক্যান্টমেন্টের দল করতেই পারে এরকম! আওয়ামলীগ কেন শুরু করছে না নতুন কিছু, তারাতো বিএনপির মত সব আচারণ করছে বরং কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে, যেমন গুম, ধর্ষন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: আর যাই হোক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোন নির্বাচন সম্ভব নয়। এরা থাকলে ৫ই জানুয়ারীর নির্বাচনই শুধু দেখা যাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

শাহিন-৯৯ বলেছেন: আমরা আম-পাবলিক চাই সব দলের অংশগ্রহণ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

সাইন বোর্ড বলেছেন: সরকারের ইচ্ছের বাইরে কেউ,ই যেতে পারবে না । অামরা অাশাবাদি হয়ে কোন লাভ নেই । কারন সরকার জানে তারা ক্ষমতার বাইরে জেগে তাদের পরিনতি হবে ভয়াবহ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

শাহিন-৯৯ বলেছেন: অপরাধ করলে একদিন মাশুল দিতে হবে। কু-বুদ্ধি সবসময় কাজে আসে না।
মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

নীল আকাশ বলেছেন: চাদগাজী: "বিএনপি'র ড: মইন খান ব্যতিত বাকীগুলো চোর ডাকাত, জাতি কি চোর ডাকাতের অভাব ভুগছে?"
তাই যদি হ্য় তাহলে আওয়ামী লীগের লোকজন এই কয়েক বছর যে হারে লুটপাট করেছে তাতে তাদের জন্য নতুন শব্দ আমদানী করতে হবে, চোর ডাকাত লুটপাট দিয়ে হবে না। শুধু ব্যাংকিং খাতের কথাই ধরুন।

আর সিইসি যদি সত্য্ মন থেকে এসব বলে থাকেন তা হলে তার অবস্থা হবে ভারপ্রাপ্ত প্রাক্তন বিচারপতির মতো । তবে মনে হয় সে এ সব বলছে আ ওয়ামী লীগের কথা মতো, সুযোগ বুঝে ভোল পাল্টে ফেলবে। এই সব বাংলা দেশের মানুষ অনেক দেখেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

হাঙ্গামা বলেছেন: এই ব্যাটা সিইসি'র ঘাড়ে কয়টা মাথা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: সাইন বোর্ড বলেছেন: সরকারের ইচ্ছের বাইরে কেউ,ই যেতে পারবে না । অামরা অাশাবাদি হয়ে কোন লাভ নেই । কারন সরকার জানে তারা ক্ষমতার বাইরে জেগে তাদের পরিনতি হবে ভয়াবহ ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.