নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
আজ সিইসি ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। দিন হিসাবে ১১ দিন। এই ১১ দিনে বিএনপিকে গুরুপূর্ণ একটি সিধান্ত নিতে হবে-শেখ হাসিনা অধীনে নির্বাচনে করবে, নাকি করবে না।
বর্তমান সরকারের ভাব-ভঙ্গিতে ক্লিয়ার ম্যাসেজ হল- তাঁরা গৃহপালিত এরশাদকে আগের মতই রশি পরিয়ে ঘুরাবে, মানে ৫ই জানুয়ারী মার্কা আর একটি নির্বাচন জাতি দেখতে যাচ্ছে।
খুব আশা নিয়ে জাতির অনেকে আগ্রহ নিয়ে বসে ছিল- সংলাপের ভাল কিছু বের হবে, কিন্তু শেখ হাসিনা গৃহপালিত এরশাদকে সংলাপে ডেকে নির্বাচন কমিশনে পাঠিয়ে মোটামুটি বুঝিয়ে দিয়েছে- শক্তি যার সব তাঁর, জনগন হল ---- ।
স্বৈরাচার এরশাদ যতদিন রাজনীতিতে আছে ততদিন আওয়ামলীগ খেল দেখাতে পারবে কারণ কেউ তার মত নির্লজ্জ হতে চাইবে না, গৃহপালিত বিরুধীদল হবে না আর লীগ এই রকম সুযোগ পাবে না।
আমার দৃষ্টিতে- যদি সরকার তাঁর মনোভাব একই রকম রাখে তাহলে বিএনপির নির্বাচনে না যাওয়াই ভাল তাহলে ইতিহাস তাঁদের সম্মান করবে, বলবে ক্ষমতার লোভে অন্তত তাঁরা অন্যায়ের কাছে নত স্বীকার করিনি।
০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
শাহিন-৯৯ বলেছেন:
আপনাকে বোঝা আমার পক্ষে বড়ই মুশকিল- আপনার চিন্তা-বিশ্বাস কখন কোন দিকে মোড় নেয় বুঝে উঠা মুশকিল।
তবুও সহমত পোষণের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ অবশ্যই চাচ্ছে, বিএনপি নির্বাচনে না যাক; কিন্তু বিএনপি নির্বাচনে যাবে।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
শাহিন-৯৯ বলেছেন:
রাজনীতিতে বাহিরের দৃশ্যপটের চাইতে ভিতরের দৃশ্যে অনেক বেশি হিসাব থাকে, বিএনপির যদি ঐ রকম কোন হিসাব তাদের পক্ষে মনে করে তাহলে হয়তো নির্বাচন করবে, নইলে বর্তমান দৃশ্যমান অবস্থায় বিএনপির নির্বাচন আত্নঘাতির সমতুল্য - আমার ধারণা।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
এরশাদ নয়, বিএনপি'ই আওয়ামী লীগকে শক্তিশালী করছে প্রতিদিন; ১৯৭৯ সালে বিএনপি ছিল শক্তিশালী, আজকে দুর্বল; আজকে দুর্বল কেন?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
শাহিন-৯৯ বলেছেন:
এরশাদ আওয়ামলীগকে শক্তিশালী করে নাই, আওয়ামলীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে শক্তিশালী হয়েছে, এরশাদ শুধু আওয়ামলীগকে স্বৈরাচারী হওয়ার সুযোগ দিচ্ছে।
আজকে দুর্বল কেন?
এক কথায়- বিএনপির ভিতর লুকিয়ে থাকা সুবিধাবাদী আমলাতন্ত্রগ্রুপ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪
সৈকত জোহা বলেছেন: আমিও নির্বাচন করবো ভাবছি
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
নির্বাচন করার অধিকার বাংলাদেশ সংবিধান আপনাকে দিয়েছে যদি উপযুক্ত হোন শর্তের ভিতর থেকে।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: বিএনপি গেলেও লাভ নাই । না গেলেও লাভ নাই
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
শাহিন-৯৯ বলেছেন:
লাভ হিসাব বড় কথা নই, দেশটা বড় কথা।
খালি চোখে আমরা বর্তমান স্বৈরাচার চিন্তাকে তেমন গুরুত্ব মনে করছি না দেশের লাভ-ক্ষতিতে, কিন্তু বাস্তবতা হল ধীরে ধীরে এই ক্ষুদ্র স্বৈরাতান্ত্রিক ব্যাবস্থা সমগ্র দেশটাকে ক্ষতির মুখোমুখি ফেলে দেবে।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: আপনি যা বলছেন সব ঠিক আছে ।বিএনপির ব্যর্থতার কারনেই তাদের আজ এই অবস্থা , এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে তো জিততে পারবেনা
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
১৯৯৬ সালেও আওয়ামলীগ জানত তাঁরা খালেদার আন্ডারে নির্বাচনে গেলে জিততে পারবে না তাই ধীরে ধীরে আন্দোনল শক্তিশালী করেছিল জনগনের সমর্থন পেয়েছিল, বিনিময়ে পেয়েছিল নিরপেক্ষ নির্বাচনের সুযোগ আর তাদের অন্দোলনের দায়িত্ব পালন করত ছাত্র রাজনীতি থেকে উঠা আসা নেতারা কিন্তু বিএনপি উচ্চপদে বসে আছে সব আমলারা, তাঁরা শুধু কথায় পটু রাজপথ কি জিনিস এদের বোঝার কথা নয়।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনাকে বোঝা আমার পক্ষে বড়ই মুশকিল- আপনার চিন্তা-বিশ্বাস কখন কোন দিকে মোড় নেয় বুঝে উঠা মুশকিল।
তবুও সহমত পোষণের জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
আমাকে বোঝা সবচেয়ে সহজ। আমি একটা খোলা বই।
ভালো থাকুন।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
শাহিন-৯৯ বলেছেন:
আমাকে বোঝা সবচেয়ে সহজ। আমি একটা খোলা বই।
বেশ ভাল, আমি বই পড়তে অনেক ভালবাসি।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গৃহপালিতরা সবসময় মনিবের সুবধার জন্য প্রস্তুত থাকে, তাই ইহা আমাকে অবাক করেনি! আমাকে অবাক করেছে যুক্তফ্রন্ট্ব্রের বর্তমান অবস্থা!
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
শাহিন-৯৯ বলেছেন:
গৃহপালিতরা সবসময় মনিবের সুবধার জন্য প্রস্তুত থাকে, তাই ইহা আমাকে অবাক করেনি! আমাকে অবাক করেছে যুক্তফ্রন্ট্ব্রের বর্তমান অবস্থা!
মেজর মান্নান হল বড় একটা বাটপার তার অর্থেই মুলত চলে বিকল্পধারা, বি-চোধুরী চাচ্ছে না শেষ জীবনে এসে মান্নানের সাথে মত-বিরোধ হয়ে দল বিলুপ্ত হোক সাথে মাহির ভবিষ্যত মন্ত্রী পদ মনে হয় চিন্তায় নিয়েছে।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তবে কিছু বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যাবে হয়ত। এই ১১ দিনে কামাল হোসেনের পদক্ষেপও অনেক গুরুত্বপূর্ণ...
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
এই ১১ দিনে কামাল হোসেনের পদক্ষেপও অনেক গুরুত্বপূর্ণ...
এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, গত কিছুদিনে ড. কামাল হোসেনকে বিএনপি যেভাবে ফোকাসে এনেছে এখন যদি হঠাৎ তাঁর বিরুদ্ধচারণ করে তাহলে আম পাবলিক বিষয়টি ভালভাবে নিবে না।
এই ১১ দিন বিএনপির ভবিষ্যতে মাথা উঁচু করে পথ চলার মূলধন যোগাড় করার মত সিধান্ত নিতে হবে, ভুল সিধান্ত নিলেই অনেক মূল্য দিতে হবে বিএনপি কে।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার মতে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত । এটা তারা করতে পারবে শুধু মাত্র তাদের নেতা কর্মীদের সংঘঠিত করে ।
আর না গেলে আবার ভুল করবে । যদিও তারা ক্ষমতায় যেতে পারবে না । তবে কিছু সিট তারা পেতেই পারে । বিরোধী দল হওয়ার ও একটা সুযোগ আছে ।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৪
শাহিন-৯৯ বলেছেন:
আপনার মতামত আমি সম্মান করি, তবে আমার মতে এই অবস্থায় নির্বাচনে যাওয়া বড় ভূল।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
আরমান শুভ বলেছেন: নির্বাচনে যাওয়া বিএনপির জন্য হবে আত্তহত্যার শামিল যা হবে আওয়ামীলীগের গত ৫ বছর ও আগামী ৫ বছরের বৈধতার লাইসেন্স। আওয়ামীলীগ আবার বিনা ভোটে জিতে আসুক সময়ের বিচার সময়ের হাতে থাকুক।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৬
শাহিন-৯৯ বলেছেন:
আমি ঠিক এইটায় বলতে চেয়েছি।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
আলআমিন১২৩ বলেছেন: ঘোষিত শিডিউলে ঐকফ্রন্টের নির্বাচনে যাওয়া আত্মঘাতী হবে। ঐকফ্রন্ট নির্বাচনে না গেলে শিডিউল পিছাতে হবে বলে আমার ধারনা। দেখা যাক কি দাড়ায় এ দেশের ভাগ্যে।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯
শাহিন-৯৯ বলেছেন:
স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তি পেতে ধৈয্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে হয় তবেই সুফল মিলবে।
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: অতীতের স্মৃতি অবলম্বনে ছোট্ট আলোচনাটি বেশ ভালো লাগলো । তবে এতটা আশাহত হওয়ার কারণ নেই , বাকিটা সময়ই শেষ কথা বলবে।
শুভকামনা ও ভালবাসা জানবেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০
শাহিন-৯৯ বলেছেন:
ধন্যবাদ দাদাভাই সুন্দর মন্তব্যটির জন্য।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
জাযেদ বিন সোহান বলেছেন: বিএনপির নির্বাচনে অংশগ্রহন করা উচিত বলে ব্যাক্তিগতভাবে মনে করি। যত ঝড় আসুক আমার পরিবারের ভোট ধানের শীঁষে দিবে।প্রয়োজন জীবনবাজী রেখে কেন্দ্র পাহারা দিয়ে আমার ভোটাধিকার নিশ্চিত করবো।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
শাহিন-৯৯ বলেছেন:
আমার সাহসী মতামত কে অবশ্যই সম্মান করি, তবে বাস্তবতা হল রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে সাধারণ মানুষ সহজে জয়লাভ করতে পারে, বিজয় অর্জন করতে হলে দরকার ইস্পাত কঠিন মনোবল নেতা, আমার দৃষ্টিতে বর্তমানে বিএনপিতে তা অনুউপস্থিত।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আপনার সাথে আমি একমত।