নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই, সময়ের প্রয়োজনে অনেক কিছু করতে হয় তবে সেখানে যুক্তি-টুক্তি কিছু থাকে। এই যেমন আওয়ামলীগের নেতা থেকে পাতি নেতা সবাই দিনের পর দিন বলল সংলাপ কিসের! কোন সংলাপ হবে না, কিন্তু দেখা গেল সংলাপ হল, ফলাফল যাই হোক সেটা বড় কথা নয়, সময়ের প্রয়োজনে কথা থেকে সরে আসতে হয়েছে। এটাই রাজনীতি।
রাজনীতিবিদদের কথা নিয়ে মানুষ এখন হাসাহাসি করে, অনেকে রসিকতা করে ফলে রাজনীতিবিদরা ভাল বিনোদন টাকা ছাড়া উপভোগ করা যায়। রাজনীতিবিদদের এই তাছিল্য পর্যায়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান সাবেক স্বৈরশাসক এরশাদের। এই ব্যাক্তি সকালে কিছু বললে দুপুর পর্যন্ত সেই কথা বহাল থাকবে কি না তা নিয়ে সবাই সন্দিহান থাকে।
এখন এ দেশের রাজনীতিতে আর একজন জোকার জন্ম নিয়েছেন তিনি হলেন নাজমুল হুদা। বিএনপি থেকে বহিস্কার হয়ে প্রথমে বিএনএফ সেখান থেকে তাড়া খেয়ে কিছু দিন চুপচাপ তারপর আবার তৃণমূল বিএনপি এখন আবার নির্বাচন করতে চায় লীগের হয়ে!!! একটা মানুষ কতটা মানুসিক দেউলিয়া হলে এত নিলর্জ্জ হওয়া যায়!!
সেই যদি আওয়ামীলীগের জল গ্রহণ করবে তাহলে এত নাটকের কি দরকার ছিল?
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
কথাটি একদম মন্দ বলেন নাই।
মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজনীতিতে চারিত্রিক দুর্বৃত্তায়ন এখন তো ঐতিহ্যে পরিণত হয়েছে। কজনকে কি বলবেন? ঠক বাছতে গাঁ উজার !!!
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
এই লোকগুলো উচ্চ শিক্ষিত কিন্তু কাজ কথা একদম লো লেভেলের।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কোন শব্দ নাই ।
দেখন না কত বিএনপির নেতা কর্মী এখন লীগে । তারা আবার এবার লীগের হয়ে এমপি নির্বাচনও করবে ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
আদর্শ বলতে এদের কিছুই নাই।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়ার সাগরেদরা মিলিটারী ব্যতিত রাজনীতি করতে পারে না।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৯
শাহিন-৯৯ বলেছেন:
তবুও ভাল এখনো গনতন্ত্রের কথা বলে, বাকশাল টাকশাল করে নাই।
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: এরা ক্রীড়নক, খেলার সামগ্রী।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শাহিন ভাই,
যেই মেয়ে নিজ স্বামীকে ফেলে অন্য পুরুষের হাত ধরে ভাইঙ্গা আসে সেই মেয়ে
যে অন্য আরেক পুরুষের সাথে যাবে না তার কী গ্যারান্টি আছে? তারপরও আওয়ামীলীগ তাকে দলে নিল দেখে আমি হতবাক! না মোটেও।
আপনার প্রতিমন্তব্যের উত্তর এই লেখায় আছে Click This Linkকওমী জননী শেখ হাসিনা ও করমর্দন প্রসঙ্গ
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: রাজনীতিতে কিছু নতুন মুখ।
নায়িকা, গায়িকা, খেলোয়াড় এবং অভিনেত্রী/অভিনেতা।
ভালো কিছু আশা করছি, ভাই। আমরা সবাই আশাবাদী।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
ভবিষ্যত বলেছেন: ভাই.. চেহারাটা দেখেন চর্বি কেমন ঝলঝল করছে...এইগুলো সব তৈল....
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিটি রাজসভাতেই দুএকটি ভাঁড় থাকে | হুদার সমস্যা হলো বর্তমান সক্রিয় ভাঁড়গুলোর স্যাচুরেটেড মার্কেটে এন্ট্রি করা তার জন্য খুব একটা সহজ হবে না |
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
জমীরউদ্দীন মোল্লা বলেছেন: এটা তো রঙ্গ মঞ্চ। সবাই একটা রোল প্লে করে। ফিক্সড বলে কিছু নাই এই ফিল্ডে।