নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
দুয়ারে আসিয়া পড়েছে- জোয়ারের জল
এখনো আসিতে বাকি বড় বান, ছোট কুঁড়েঘর মোর;
টিকিবে কি করে এই দানব বানে- ভেবে দিশেহারা হই।
তবে কি আমি হারাতে বসেছি শেষ ভিটেটুকু?
এখানে যে পুঁতেছিলাম নতুন এক সভ্যতার বীজ।
বিশ্বাস-অবিশ্বাসের মিলনঘাটে, কত রথী-মহারথী একই টুলে বসে দিয়েছিল চুমুক চায়ের পেয়ালায়।
আজকের এই অন্ধকার হঠাৎ কি আসিয়াছে?
নাকি; আমার স্বার্থপরতার ফল?
সলিমের দুয়ারে যেদিন উঠেছিল জল তখনও আমার ভিটে দশ ফুট উঁচে
সলিম কাঁদিয়া বলিয়াছিল--
ভাই, পড়িয়াছি বিপদে যদি দাঁড়াতে একটু পাশে
যদি কখনও এদিন আসে তোমার শুধিয়া দিব ঋণ।
মুচকি হাসিয়া সেদিন বলিয়াছিলাম- দশ ফুট উঁচে মোর ভিটে
এ বানের কি আছে সাধ্য?
একটি খড়ও নিবে টেনে।
বুঝিনি সেদিন- "বাজারে আগুন লাগিলে খোদার ঘরও পুড়ে"
২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: খুব কম সময়ে জন্য ব্লগে এসেছি। এখনই লগ আউট করতে বাধ্য হব। স্রেফ উপস্থিতি জানান দিলাম।
কবিতা ভালো হয়েছে।
৩| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।