নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কার বক্তব্যটি সঠিক?

০৫ ই মে, ২০১৯ রাত ২:০৮




প্রথমে নিচে দুইটি লিংকের লেখা পড়ার অনুরোধ রহিল।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাস্তব কাজ ও কল্পনাবিলাস

বঙ্গবন্ধু স্যাটেলাইটের তথ্যের ভিত্তিতে ফণী মোকাবিলা: হানিফ

আজকে প্রথম আলোর অন-লাইনে দেখলাম আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ সাহেব বলেছেন- বঙ্গবন্ধু স্যাটেলাইট কতৃক প্রদত্ত তথ্যের কারনে ফনির ক্ষয়-ক্ষতি কমানো গেছে।
তার বক্তব্যটি কিছুটা তুলে ধরা হল:
"বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেওয়া আগাম তথ্যের কারণে সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে"

এখন ফয়েজ আহমেদ তৈয়্যব নামে একজন প্রযুক্তিবিদের প্রথম আলোয় লেখা কলামের শেষ প্যারাটি নিচে দিলাম
"বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে ছবি তোলা, ইমেজ প্রসেসিং, বন্যা পরিস্থিতি পরিমাপ, পানির উচ্চতা নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, দূরত্ব পরিমাপ, নদীর নাব্যতা ও গতিপথ পর্যবেক্ষণ, জলাভূমির সংকোচন-প্রসারণ, রাস্তাঘাটের নিপুণ ডিজিটাল মানচিত্র, আর্থ অবজারভেটরি কিংবা জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কাজগুলো করা যাবে না। এর জন্য ভিন্ন ভিন্ন বিশেষায়িত কৃত্রিম উপগ্রহ রয়েছ"


বক্তব্য দুইটি একেবারে বিপরীত তাহলে সঠিক কোনটি?
নেট খুঁজে হয়তো কিছু একটা বের করা সম্ভব কিন্তু ব্লগে প্রচুর প্রযুক্তিবিদ থাকতে কষ্ট করতে মন চাইল না।
সম্পূর্ণ জানার আগ্রহ থেকে আমার এই পোস্ট অনুগ্রহপূর্বক কেউ ভিন্নখাতে নিবেন না।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ রাত ২:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: কাল পড়ব। শুভ রাত্রি।

০৫ ই মে, ২০১৯ রাত ২:৪০

শাহিন-৯৯ বলেছেন:



শুভ রাত্রি।

২| ০৫ ই মে, ২০১৯ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



হানিফ হলেন আদার বেপারী, আপনি হলেন কাপড় বেপারী; মাঝখানে কথা হচ্ছে স্যাটেলাইট নিয়ে, যা বুঝতে ঢাকা ইুনিভার্সিটির অনেকেই হিমশিম খাবেন

০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১২

শাহিন-৯৯ বলেছেন:




কুমিরের রচনা বাদ দিন, চোখ কান একটু ভাল কাজে লাগান নাহলে সারাজীবন জিং জিং চিন্তা নিয়ে থাকতে হবে।

৩| ০৫ ই মে, ২০১৯ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ স্যাটেলেইট সম্পর্কে আপনার কি ধারণা, উহা কি কি করতে সক্ষম? কি কি ধরণের ডাটা সংগ্রহ করার মত কম্প্যুটার, মেসশিনারীজ, ইলেকট্রানিকসন নেটওয়ার্ক, জেনারেটর উহার ভেতরে স্হাপন করা হয়েছে।

৪| ০৫ ই মে, ২০১৯ দুপুর ২:২৩

গরল বলেছেন: মণ্ত্রীর বক্ত্যব্য পুরোপুরি মিথ্যা কারণ এটা কোন ওয়েদার স্যাটেলাইট না, টিভি ব্রডকাষ্টিং স্যাটেলাইট।

০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২৩

শাহিন-৯৯ বলেছেন:



মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্ত্রী হল তেলবাজ আর আপনি হলেন ত্যানাবাজ

না লাফিয়ে পড়ুন

০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২২

শাহিন-৯৯ বলেছেন:



আমি সবজান্তা শমসের নই, তবে জানার অধিকার আমার আছে।

শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন আলাপ বিষয়ে আপনার মন্তব্য কি?
এটা কি স্বাধীন বিচার ব্যাবস্থায় হস্তক্ষেপ নয়?

৬| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
মন্ত্রী সংক্ষেপে বলেছেন। বুঝিয়ে বলার চেষ্টা করেন নি।

২৬ এপ্রিল গভীর নিম্নচাপটি সাইক্লোনে রুপান্তরিত হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের Joint Typhoon Warning Center এটা সর্বপ্রথম সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল।
তার দুই সপ্তাহেরও আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসআরও ভারত মহাসাগরে গভীর নিম্নচাপ সনাক্ত করে। এরপর ৫ টি ভারতীয় ওয়েদার স্যাটেলাইট এই নিম্নচাপের ওপর অব্যাহতভাবে নজরদারি করে যায় এবং প্রতি ১৫ মিনিট পর পর আপডেট তথ্য দিতে থাকে। ওই নিম্নচাপ (ট্রাফ অব লো) তটরেখার কাছে অগ্রসর হলে ঘূর্ণিঝড় টি বাংলাদেশের দেয়া নাম ফণীতে নাম ধারন করে। সুত্র- টাইমস অব ইন্ডিয়া।

নিঃসন্দেহে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন ওয়েদার স্যাটেলাইট নয়। সাইক্লোন/হ্যারিকেন তথ্য, ওয়েদারের খবর বা মেঘের তথ্য ছবি আকাশ থেকে তুলে পাঠানোর প্রশ্নই আসে না।

তাহলে এইডা দিয়া ফণীরে মোকাবেলা কেমনে?

অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ সন্ত্রাসি নাসকতা বা টেলি যোগাযোগ মহা বিপর্যয় ঘটলে আক্রান্ত এলাকা থেকে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা সংযোগ চালু রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাহায্যে নিতে পারে জরুরি পরিস্থিতিতে,
ঝড় তুফানে টিএন্ডটির মাক্রোওয়েভ লিঙ্ক টাওয়ার ক্ষতিগ্রস্থ ও মোবাইল বিটিএস বিকল হলে
দেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে কয়েকহাজার কিলোমিটার দূর থেকেই স্যাটেলাইটটি ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। টিএন্ডটি/বিটিসিএল অফিস ও জেলা প্রসাসন পিকআপ/জিপে বসানো ছোট ডিস এন্ট্যানার মাধ্যমে ঢাকার সাথে যোগাযোগ রেখে মাঠপর্যায়ের তুফানের প্রকৃত ভয়াবহতা জানিয়ে প্রয়োজনিয় লজিষ্টিক সাপোর্ট প্রাপনীয় করতে পারে।

২০০৭ এ সিডরের সময় দেশের দক্ষিনাঞ্চলের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রায় ৭ দিন । বিদ্যুত ব্যাবস্থাো ভেঙ্গে পড়েছিল। সব কেন্দ্রিয় সার্কিট ব্রেকার ট্রিপ্ট হয়ে সমগ্র বাংলাদেশ ন্যাশানাল গ্রীড বিপর্যয়।
তখন বাংলাদেশ জরুরি ভাবে ভারতীয় স্যাটেলাইটের সহায়তা চেয়েছিল। কিন্তু ভারত দেয় নি। তখন বাংলাদেশ নিরুপায় হয়ে ইন্দোনেশীয়ান পালাপা বি-টু স্যাটেলাইটের একটি ট্রান্সপন্ডার ভাড়া করে যোগাযোগ রক্ষা করেছিল টিএন্ডটি ও জেলা প্রসাসন।

বঙ্গবন্ধু স্যাটের কারণে উপকূলীয় অঞ্চলের মতো দেশের প্রত্যন্ত এলাকায় বিপদের সময় ভাল টেলিযোগাযোগ ইন্টারনেট সংযোগ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনবে বা আনতে পারতো এটি তো স্বাভাবিক, তাই নয় কি ?

০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৮

শাহিন-৯৯ বলেছেন:




আন্তরিক ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে লেখার জন্য।

৭| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রী নিজেও জানে না, ঐ স্যাটেলাইটের ভেতরে কি আছে, উহা কি করতে সক্ষম, এবং উহার ভুমিস্হ রিসেপশান কেন্দ্র কিভাবে উহার পাঠানো ডাটা ব্যবহার করছে, এবং আপনিও জানেন না; প্যাঁওপ্যাঁও করে কি লাভ হবে?

৮| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:

৯| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: কোন কিছু না জেনে না বুঝেই আওয়ামী লিগের হর্তা কর্তারা মন্তব্য করে বসে।

আরে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। এটা ভাল দিক। জনগণ এর প্রশংসা করবে এমনিতেই।

প্রশংসা বাক্য শোনার জন্য ওদের এত হাপিত্যেশ কেন বুজি না

১০| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: টিভি পেপার পত্রিকা থেকে দূরে থাকি, আপনারাই ভরসা, টাটকা ভালো খবরটা ব্লগে দেন!
থ্যাংকস

১১| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

কালো যাদুকর বলেছেন: এনারা সব কিছুতেই পলিটিক্স ঢুকান।

১২| ০৫ ই মে, ২০১৯ রাত ৮:০৯

করুণাধারা বলেছেন: ব্লগার "এক নিরুদ্দেশ পথিকের" কথা ঠিক! view this link

১৩| ০৫ ই মে, ২০১৯ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



আমাদের স্যাটেলাইট ঝড়কে ঠেলে ভারতে পৌঁছে দিয়েছে, ঝড় কিন্তু বাংলাদেশের পন্চগড় দিয়ে ঢুকে কক্সবাজার আসতে চেয়েছিলো।

১৪| ০৬ ই মে, ২০১৯ রাত ১:০০

মাহমুদুর রহমান বলেছেন: ফয়েজ সাহেবের কথাটা আমার কাছে অধিক যুক্তি সঙ্গত মনে হয়েছে।

১৫| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আমি কিছু বলতে চাই না।
বলতে গেলে উলটা পালটা বলে দিব। তাই চুপ থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.