নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
জন্ম-মৃত্যসহ সবকিছু মহান স্রষ্টা কতৃক নির্ধারিত হয় (বিশ্বাসীরা তাই মনে করে অবিশ্বাসীরা মানে না), কিন্তু প্রবাদ ক্ষেত্রে আমরা বলে থাকি জন্ম-মৃত্য আল্লাহর হাতে, কে কখন চলে যাবেন কেউ বলতে পারে না তবে কিছু সময় এমন পরিস্থিতি হয় যখন মানুষের আর ফিরে আসার সম্ভবনা খুবই কম।
হোসাইন মোহাম্মদ এরশাদ সাবেক সেনাপ্রধান, সাবেক স্বৈরাচার শাসক এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, তিনি এখন বাংলাদেশের সবচেয়ে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসারত। বয়সের কারণে নানান জটিল রোগে আক্রান্ত। বর্তমানে লাইফ সার্পোটে আছেন তিনি।
তিন-চার দিন আগে জাতীয় পার্টি থেকে প্রচার হল- তাঁর চিকিৎসার জন্য নাকি টাকার যোগাড় হচ্ছে না, এই কথাটি কতটুকু বিশ্বাসযোগ্য?
যে ব্যাক্তির কোটি কোটি টাকার সম্পদ আছে তাঁর চিকিৎসা ব্যায়ের টাকা ঘাটতি পড়েছে!!! এটা সত্য সিএমএইচে চিকিৎসা ব্যায় অনেক তাই বলে এত বেশি? আমার এক দূর-সম্পর্কের খালা বর্তমানে সেখানে চিকিৎসারত তাই ওখানকার চিকিৎসা ব্যায় নিয়ে মোটামুটি হালকা ধারণা আছে তাই বলে এত বেশি না যা এরশাদ সাহেব বহন করতে পারবে না।
এক সংবাদের দেখলাম এরশাদ সাহেবের কবরের জন্য নাকি ৫ কোটি টাকা বরাদ্ধ চিন্তা করছে জাতীয় পার্টি, উন্মুক্ত জায়গায় সমাধি করার ইচ্ছা যেখানে থাকবে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দলীয় একটি কার্যালয়। যার চিকিৎসা করার জন্য টাকা হচ্ছে না তাঁর জন্য এত টাকা দিয়ে কবরের ব্যাবস্থা কিভাবে হচ্ছে?
জাতীয় পার্টি কেীশলে এখানে রাজনীতি করতে যাচ্ছে তাঁরা জনগনকে বোঝাতে চাচ্ছে যে এরশাদ সাহেব সম্পদ লোভী ছিলেন না তিনি তেমন সম্পদ করে যাননি, জাতীয় পার্টি খুব ভাল দল ।
০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০৯
শাহিন-৯৯ বলেছেন:
শেখ হাসিনা মাথায় বিশাল বুদ্ধি উনি ঠিকই বিরোধলীদল বানিয়ে নিবেন, এখন গরুর দল আছে তখন হয়তো ছাগলের দল হবে।
২| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
জে: এরশাদ উনার স্ত্রীকে বলে গেছেন, উনাকে যেন রংপুরের মাটিতে সমাহিত করা হয়।
০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০৭
শাহিন-৯৯ বলেছেন:
বর্তমানে রওশন এরশাদ আর কাদের গ্রুপের মধ্যে পার্টির চেয়ারম্যান নিয়ে বিশাল ঝামেলা চলছে, সরকারের ইচ্ছা রওশান এরশাদ গ্রুপ থেকে কেউ জাতীয় পার্টির হাল ধরুক কারণ এই গ্রুপকে বশ মানানো সহজ এই গ্রুপে অনেক নেতা আওয়ামলীগের দিকে ঝুলে থাকে।
৩| ০৬ ই জুলাই, ২০১৯ ভোর ৬:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই শকুনটা এখনো বেঁচে আছে?
৪| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৭:০৮
নাহিদ০৯ বলেছেন: এরশাদ এর চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। উনার ভাই এ ব্যাপারে একটা বিবৃতি ও দিয়েছে দেখলাম।
আপনার লিখা পড়ে একটা বিষয় খেয়াল করলাম, সব সাবেক রাষ্ট্রপ্রধান ই দূর্নিতিবাজ, নাহয় স্বৈরশাসক। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ সময়ের বর্তমানে গনতন্ত্রের ধারক, বাহক এবং রক্ষাকর্তা। শব্দগুলো মনে হয় সময়ের সাথে রিলেটেড।
৫| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: এরশাদের মৃত্যু আমাকে দুঃখ দিবে না।
৬| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৭
নীল আকাশ বলেছেন: অসুস্থ আসলেও? শেষমেষ আবার পাল্টি দিবে নাতো? এর আবার অল্পতেই পাল্টি দেবার অভ্যাস!!!!
৭| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৪
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্ তাকে সুস্থতা দান করুন।
৮| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট আইন-আদালত আছে। অত্যন্ত বিতর্কিত' একজন মানুষ। আজ মৃত্যুপথযাত্রী মানুষটির বিতর্ক পিছু ছাড়ছে না। পার্টি বলছে এক কথা আর ব্যক্তিগত সম্পদ অন্য কথা বলছে।
একজন সাধারণ মানুষের কি বা আর বলার আছে।
শুভকামনা প্রিয় শাহিন ভাইকে।
৯| ০৭ ই জুলাই, ২০১৯ রাত ২:২৬
রাকু হাসান বলেছেন:
খবরটি জেনে খারাপ লাগছে সত্যিই ।বেঁচে থাকতেই এমন। জাতীয় পার্টি মনে হয় এরশাদ মরলেই বাঁচে।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
জে: এরশাদের মৃত্যু নিয়ে যদি জাতীয় পার্টির লোকেরা রাজনীতি করতে পারে, সেটা করুক: রাজনীতিতে হাতখড়ি তো একদিন পেতেই হবে।
জেনারেল এরশাদের মৃত্যু জাতিকে জানানো ঠিক হবে না; শেষে আগামীবার বিরোধী দল গঠন করা হবে কিভাবে?