নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আমার করোনা দিনের ভাবনা।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:১৪





গত ২৬ শে মার্চ থেকে মূলত ঘরে বন্ধি, এখনো পর্যন্ত কোম্পানির সিধান্ত অনুযায়ী আগামী ১০ই এপ্রিল পর্যন্ত থাকতে হবে যদি বেঁচে থাকি, সময় কাটা‌নোর সম্বল হাতের একটি ফোন আর গত মেলা থেকে ক্রয়কৃত কিছু বই (যা প্রায় পড়া শেষ)।

সারাক্ষণ একটি চিন্তা ঘিরে থাকে, আর কতদিন এভাবে থমকে থাকবে পৃথিবী? তার উপর নিজের দেশের সব খবর নেতিবাচক টাইপের, প্রতিটি খবর বিশ্বাস অবিশ্বাসের দোটানা অবস্থা, আমার বিশ্বাস সবারই আমার মত অবস্থা। কিন্তু এই রকম একটি সংকট মূহুর্তে এই রকম দোটানা বিষয় কেন সামনে আসছে?

আমি স্বাক্ষর শিক্ষিত মানুষ, বুদ্ধি জ্ঞান সবসময় হাঁটুর নিচে থাকে তবুও নিজের মত করে মোটা দাগে তিনটি বিষয় সম্মুখে এনেছি, কেউ একমত হতে পারেন, দ্বিমত থাকা স্বভাবিক।

লেখায় কিছুটা রাজনৈতিক ছোঁয়া আছে তাই গঠনমূলক আলোচনা করলে আমি প্রস্তুত আছি নিজের লেখার পক্ষে যুক্তি তুলে ধরতে।

১) রাষ্ট্র পরিচালকদের চরম খামখেয়ালিপনা, প্রথম সমস্যা হচ্ছে এই রাষ্ট্রের টপ টু বটম ক্ষমতাধারীদের এক নায়ক চরিত্র, অদূরদর্শী পদক্ষেপ ও চরম মাত্রার ভুলভাল কথা।
এই ভাইরাস এখনো আমাদের সেইভাবে এ্যাটাক করেনি, হয়তো সম্ভবনা আছে, হয়তো খুবই নরমালি শেষ হয়েও যেতে পারে। কিন্তু বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের বর্তমান নাকানি চুবানি অবস্থা আমাদের খুবই নরমালি শেষ হয়ে যাওয়ায় বিষয়টি বিশ্বাসী হতে দিচ্ছে না তাই প্রতিনিয়ত চারিদিকে আওয়াজ উঠেছে, দাবি তুলছে এখনই পুরোপুরি প্রস্তুতি হতে চরম খারাপ সময়ের জন্য এই মুহুর্তে সরকারের উচিত ছিল একটি ওপেন কনফারেন্স কল করা যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যানরা সম্মিলিত হয়ে একটি স্যলুশনে আসবে, দিক নির্দেশনা থাকবে। কিন্তু সুপ্রীম ব্যক্তির এক নায়ক চরিত্রের কারণে এরকম কিছু হওয়ার সম্ভাবনা কম। ফলাফল গাড়ি, ট্রেন উন্মুক্ত রেখে দশ দিনের ছুটি! দরজা খুলে ঝড়ের পানি ঘরে না ঢোকার আহবান করলে যা হয় ঠিকই তাই হয়েছে, ছুটি শেষে এখন ফিরতি চরিত্র একই তখন গাড়ি খোলা ছিল, এখন বন্ধ তবে সামাজিক দুরত্বের যে উদ্দেশ্য দশ দিন ছুটি ছিল তা পুরোপুরি ব্যর্থ।
উদ্ভট কথা, মিথ্যা তথ্য দিয়ে এরা জাতিকে একটি চরম বিপদের মুখোমুখি দাঁড় করিয়েছে, একজন দায়িত্বশীল কিভাবে বলতে পারে আমরা করোনার চাইতে শক্তিশালী!! মানুষ ভাইরাসের চেয়ে শক্তিশালী হতে পারে? মানুষ পারে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে যাতে আঘাত আসলে দ্রুত প্রতিঘাত দিয়ে তাকে দমিয়ে বা শেষ করা যায়। তিনি বলতে পারতেন, আমাদের প্রস্তুতি খুবই শক্তিশালী, বিশ্বের পরিস্থিতি আমরা নজর রাখছি সর্বদা আমরা সহজকে প্রতিরোধ করতে পারবো। আমাদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী।
মিথ্যা তথ্য হতাশ করেছে জাতিকে, এই ভাইরাস চীনে থাকা অবস্থায় কিছু মানুষ দাবি তুললো, প্রস্তুতি নিন, তারা অন্য চিন্তায় মগ্ন, ইউরোপে আঘাত হানায় একটু চেতনা ফিরলো, বলল, যথেষ্ট প্রস্তুতি আছে, যখন দোরগোড়ায় আসল কি রকম প্রস্তুতি দেখলাম আমরা? আইসোলেশন ওয়ার্ডে টয়লেট নেই, বেসিং ভাঙ্গা, ছাদের আস্তুর খুলে পড়ছে!! (খুলনায়) পিপিই সংকট, টেস্ট কিট দুই হাজার!! শুরু হল চারিদিকে খবর, চিকিৎসার পাচ্ছে না করোনা সন্দেহ রোগী, চিকিৎসাহীন মারা গেল করোনা সন্দেহ রোগী, এই যখন অবস্থা তখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সামনে আসবেই।

২) নেতা হওয়ার প্রবনতা, নিজেকে জাহির করার প্রবল ইচ্ছা, প্রতিটি বাঙালী একক জন উচ্চ মানের রাজনীতিবিদ শুধু পকেটে অর্থ না থাকার কারণে অনেক নিজেকে জাহির করতে পারে না, আমি বাস্তব জীবন আর অনলাইনে বন্ধুদের বর্তমান অবস্থায় তাদের কাজকর্ম দেখে এটুকু উপলব্ধি করেছি পকেটে টাকা আর ভাল মানের একটি চাকরি হলেই নিজেকে যথেষ্ট জ্ঞানী ও সবজান্তা শমসের লেভেলে ভাবে (সবাই নয়, কিছু ব্যতিক্রম আছে) তারা এক হাজার টাকা দান করলে ছবি উঠাবে, জনসমাগম করে দান করবে যাতে নিজেকে নেতা নেতা মনে হয়। কিন্তু একবারও ভাবে না যে উদ্দেশ্য আজকের এই অবস্থা সেটা ব্যহত হচ্ছে কি না। এই রাষ্ট্র কেন পৃথিবী ও গোল্লায় যাক এদের লক্ষ্য নিজেকে জাহির করা।

৩) অতি পন্ডিতি, অতি আবেগ, সমন্বয়হীনতা আর উদাসীনতা, ফেসবুকে এসে একটি বিষয় উপলব্ধি করি এ দেশে মোটামুটি আমরা সবাই ইসলামী স্কলার! একটি উদাহরণ দিয়ে শুরু করি, চীনে যখন এই ভাইরাস শুরু হয় তখন একজন ব্যক্তি এটাকে চীনের উপর আল্লাহ গযব বলে উল্লেখ করে কারণ হিসাবে
তিনি চীনের প্রেসিডেন্টের নতুন করে কোরআন লেখার ঘোষণাকে যুক্তি দেখায়, জানেন তিনি কে? একজন অবসরপ্রাপ্ত বিডিআরের মহাপরিচালক!! যিনি রৌমারী যুদ্ধে জয়ী একজন চৌকস সমরনায়ক। এই অতি পন্ডিতি স্কলারদের কারণে বেশি সমস্যা হচ্ছে বর্তমানে।
অতি আবেগ, একটুতেই আমরা দ্রুত রিএ্যক্ট করি, কিছু সময় নিয়ে সত্য মিথ্যা যাচাই না করে প্রচার করি ফলাফল বিশাল একটি অংশের কাছে ভুল বার্তা পৌঁছায়ে যাচ্ছে।
সম্বনয়হীনতা, একটি সমস্যা শুরু হলে কখন খাদ্য ঘাটতি বিষয় মাথায় আসা উচিত কমপক্ষে এক সপ্তাহ! হয়তো দারিদ্র জনগোষ্ঠীর ১% জনগণ প্রথম দিন থেকে খাদ্য প্রয়োজন হয় যা সরকার খুব সহজে পূরণ করতে পারে কিন্তু দেখা গেল দশদিন শুরুর দিনই শুরু হল দানের দরিয়া, বরাবরই ছুটির মূল্য উদ্দেশ্য পন্ডুল!! এক সাথে ত্রাণ নিতে গিয়ে কাড়াকাড়ি, মারামারি চরম সমন্বয়হীনতা অথচ সেনাবাহিনী, প্রশাসনের লোক, পুলিশকে নিয়ে একটি বিশেষ টিম করে সহজে এলাকা ভিত্তিক সামাজিক দুরত্ব রেখে এই কাজটি করা যেত।
উদাসীনতা, আমাদের মধ্যে একটি গ্রুপ আছে চরম উদাসীন, বাস্তবতাকে মোটেই কেয়ার করে না, এদের সবার এক বাক্য কই সবই তো স্বাভাবিক আছে, কেন অযথা নিজেকে ঘরে বন্ধি রাখবো! গতকাল আর আজকের উদাহরণ দেই, আমি প্রতিদিন আসরের পরে দশ মিনিটের দোকানে যাই মূলত দুধ আনার জন্য, গতকাল গিয়ে দেখি একটি চায়ের দোকান খোলা! দিব্যি নিশ্চিন্তে সিগারেট ফুঁকছে দল বেঁধে!! আজ যেয়ে দেখি সব দোকান বন্ধ শুধু ঔষধের দোকান বাদে, একজনকে কারণ জিজ্ঞাসা করলাম বলল, সেনাবাহিনী আর পুলিশের প্যাদানিতে সব বন্ধ। সত্যিই অবাক করা জাতি আমরা
"পিঠে দু ঘা না পড়লে মনে হয় না আমরা মানুষ!!"

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



গার্মেন্টস এর লোকজনের উচিত ছিল, নিজ সিদ্ধান্তে আরও ১ মাস ঘরে থাকা। এখন কোন শীপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে?

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

শাহিন-৯৯ বলেছেন:



এপ্রিল মে জুনের বেশিরভাগ অর্ডার হয় স্হগিত, না হয় বাতিল হয়েছে। আমি যে কোম্পানিতে কাছ করি সেখানে শুধু দুইটো বায়ার প্রায় বার মিলিয়ন ডলারের কাজ স্হগিত ও বাতিল করেছে।

আমাদের এম ডি বেশ সচেতন উনি সরকারি ছুটির সাথে সমন্বয় করে গতকালই জানিয়ে দিয়েছে আরো এক সপ্তাহ ছুটি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা হয়তো বিশ্বের শ্রেষ্ঠ বুদ্ধিহীন প্রাইম মিনিষ্টার।

গত ৩০ বছরে গার্মেন্টস মালিকরা যেই পরিমান ধন সম্পদের মালিক হয়েছে, তারা ২/১ বছর বিনা কাজে মিনিমাম বেতন দিতে পারবে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১১:২৯

শাহিন-৯৯ বলেছেন:


শ্রম আইন অনুসারে হয়তো বাসা ভাড়া আর বেসিক বেতন দিবে অধিকাংশ কোম্পানি, আমাদেরকে এভাবেই নোটিশ করা হয়েছে।

এদেশের সব সরকার এদের কাছে বন্দি, শেখ হাসিনা ভাষনে শুধু এদেরকে পাঁচ হাজার কোটি দিতে চেয়েছে (রপ্তানি মুখী আরো কিছু হয়তো যোগ হবে) বাকি অন্য কারোর কিছুই উল্লেখ করেনি।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

সোনালি কাবিন বলেছেন: :( :(

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

শাহিন-৯৯ বলেছেন:

:(( :(( :((

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন:
রুবানা হক মালিকদের অনুরোধ করেছে বন্ধ রাখতে :D

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: সেব্রিনা কিংবা রুবানা
করোনায় ডরায় না!

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তবে লকডাউনের পরও ঘর থেকে বেরোনো, হুদাই ঘুরে বেড়ানো ইত্যাদি জাতিগত নির্বুদ্ধিতার দর্পন। আমরা তামাশাপ্রিয় গবেট জাতি। দুঃখজনক সত্য।
আপনি ভাল থাকবেন। সাবধানে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.