নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্ধশত বছর পূর্ণ হতে চলেছে, স্বাভাবিকভাবেই জাকজমকপূর্ণ আয়োজন থাকবে, সংস্কৃতি অনুষ্ঠান হবে, সেমিনার হবে।
সবচেয়ে বেশি সেটা হবে তা হলো সেই উত্তাল সময়ের স্মৃতিচারণা, সেই সময়ের নায়কদের নিয়ে আলোচনা।
কিন্তু এখন হচ্ছে টা কি?
আপনি যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের নায়কদের নিয়ে কথা বলবেন, লিখবেন তখন অবশ্যই সবার উপরে বঙ্গবন্ধু স্বাধীনতার স্হপতি শেখ মুজিবর রহমানের নাম সবার উপরে স্থান পাবে, কেউ যদি বলে তাকে রেখে অন্য কাউকে তালিকায় শীর্ষে রাখবো তাহলে ইতিহাসকে কলুষিত করা হবে, আবার কেউ যদি ধরেই নেয় তালিকায় শুধু একজনের নাম থাকবে তাহলেও ইতিহাস কলুষিত হবে।
একটি বিপ্লব জন্মের পিছনে একজনের অগ্রনী ভূমিকা থাকে তবে একজনের গুনাবলীতে সেই বিপ্লব আলোর মুখ দেখে না। দলবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ফলেই আলোর দেখা পায় বিপ্লবীদের স্বপ্ন।
আমাদের মহান মুক্তিযোদ্ধাও তেমনি একটি জাতির অস্তিত্বের বিপ্লব, ৫২ সালে যে শিখা জ্বলেছিল তা ৭১'রে এসে পূর্ণতা পায়, যার নেতৃত্বের সামনে ছিল শেখ মুজিবুর রহমান, তিনি বন্ধী হয়ে যান স্বাধীনতার প্রথম প্রহরে, যুদ্ধ কি থেমে গিয়েছিল? তাহলে কারা এগিয়ে নিয়েছিল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধকে?
আজ ইতিহাসে সেই সব নায়কদের গল্প বলা হয় না, সত্য সর্বদা জলন্ত থাকে তাকে সাময়িক দমিয়ে রাখা যায় তবে নিঃশেষ করা যায় না।
যারা আজ ইতিহাসকে এক তরফা সাজাচ্ছেন তাদেরকে একদিন এ দেশের জনগণ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে থুথু নিক্ষেপ করবে।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:০৭
শাহিন-৯৯ বলেছেন:
তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, আতাউল গনি উসমানী, সেক্টর কমান্ডারগনদের বাদ দিয়ে কি এই উৎসব আয়োজন পরিপূর্ণতা পাবে?
আপনার চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি আজকে যেই গাছ দেখছেন, উহার বীজ দেখেছিলেন?
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:০৯
শাহিন-৯৯ বলেছেন:
জি না জনাব তখন আমি জন্মাইনি তবে পড়েছি। ক্ষমতা কুক্ষিগত করা, আমি ছাড়া বাকি সব আবাল বাকশাল জন্মের মাধ্যমে যাত্রা শুরু করেছিল আজও তা বহমান।
৩| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় তানজিম আহমেদ সোহেল তাজ ভাই,
আপনি আমার প্রিয় মানুষ আমি জানিনা আমার এই মন্তব্য আপনার চোখে পরবে কিনা। আপনি যে অপবাদ দিয়েছেন তার খানিকটা দোষ আপনার উপরও বর্তায়। দেশ বদলে দেবার ক্ষমতা আপনি হাতে পেয়েছিলেন কিন্তু আপনি তা ছেড়ে দিয়েছেন, আপনার কিসের ভয়? আপনি তো ভাই বাঘের সন্তান বাঘ। বাঘের ভয় থাকে এই পৃথিবীতে কেউ শুনেছে?
তাজ ভাই, বাঘের বাড়ি ঘর থাকে না, বাড়ি ঘরের প্রয়োজন নেই, বাঘ যেখানে যায় সেটাই বাঘের বাড়ি বাঘের এলাকা। বাড়িঘর খানাখন্দ প্রয়োজন পরে শিয়াল কুকুরের। (আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন) আপনি বাঘ ছিলেন বাঘ আছেন। আপনাকে আবারও ক্ষমতায় দেখতে চাচ্ছি। বাদবাকি আমনা - সামানি কথা হবে।
ভালো থাকুন।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:১৪
শাহিন-৯৯ বলেছেন:
আজকের এই দৃশ্যের জন্য উনি, তোফায়েল আহমেদ সাহেব মোট দাগে দায়ী। তাদের সুযোগ ছিল বিকল্প একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরী করার কিন্তু করেননি বরং নব্য স্বৈরাতন্ত্রের পক্ষে থেকে স্লোগান দিয়েছে। এতদিন নব্য স্বৈরাচার শুধু বিরোধীদলের অবদান মুছে ফেলা চেষ্টা করেছে এখন নিজের টুকু রেখে বাকি সবটুকু মুছে ফেলার চেষ্টা করছে।
চমৎকার মন্তব্যটির জন্য আ্ন্তরিক ধন্যবাদ।
৪| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৮
নেওয়াজ আলি বলেছেন: স্বাধীনতা যুদ্ধকে দলীয়করণ করতে গিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে এখন সোমালিয়ার অপুষ্টিতে ভোগা জীর্ণ শীর্ণ বাচ্চাটি মত করে ফেলা হয়েছে।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:১৭
শাহিন-৯৯ বলেছেন:
মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ফেরিওয়ালা লীগ দিনে দিনে ইতিহাস নতুন করে শুনাচ্ছে, যার ফলাফল সোহেল তাজের এই আক্ষেপ ভরা লেখা।
৫| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অহংকার দিয়ে কিছু হয়।প্রতিভা থাকলে বিচ্ছুরণ হবেই।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:১৮
শাহিন-৯৯ বলেছেন:
জি জনাব। তাজউদ্দিন সাহেবের কোন প্রতিভা ছিল না। সব প্রতিভা একজনের কাছে ছিল।
৬| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "জি না জনাব তখন আমি জন্মাইনি তবে পড়েছি। ক্ষমতা কুক্ষিগত করা, আমি ছাড়া বাকি সব আবাল বাকশাল জন্মের মাধ্যমে যাত্রা শুরু করেছিল আজও তা বহমান। "
-বট গাছ কেটে সুপারী গাছ লাগালে, পান খেটে পারবেন, দাঁতও পড়বে।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
বটগাছ সারাজীবন গনতন্ত্র আদর্শ হিসাবে লালন করে এসেছিল, শুধু ক্ষমতার কুক্ষিগত করার লোভে সেই আদর্শ হত্যা করেছেন নিজ হাতে!! বটগাছের মূল্য থাকল কি?
৭| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
সোহেল তাজও রাজনীতিবিদ, আপনিও উনার উক্তির ভক্ত
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৮
শাহিন-৯৯ বলেছেন:
আমি উনার ফিটনেস প্রোগামের ভক্ত, তাই ফেসবুকে অনুসরণ করি, আজ এই লেখাটি দেখে মনে হলো জাতি হিসাবে আমরা আসলেই বড় নির্লজ্জ।
৮| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুর সাথে সাথে অন্য সবারও নাম স্মরণ করা উচিত। নাকি তারা ভাসুর?
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৫০
শাহিন-৯৯ বলেছেন:
ঢাকা শহরসহ সব বিভাগীয় শহরে চার নেতা, বীরশ্রেষ্টদের, সেক্টর কমান্ডদের ছবি ঝুলানো উচিত।
৯| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধুর মিয়া! ইতিহাস না জানলে জেনে নিন -
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৫
শাহিন-৯৯ বলেছেন:
হা হা হা, কিছুই বলার নেই।
১০| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী' তে কী হচ্ছে বা হয়েছে, তার মূল্যায়ন হয়তো হবে হীরক জয়ন্তীতে। আমরা যারা নিজ চোখে দেখলাম, তারা ততদিন পর্যন্ত যদি বেঁচে থাকি, তবে মিলিয়ে দেখতে পারবো।
১১| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৯
অক্পটে বলেছেন: হীরকরাজার দেশে বসবাস করছেন। তার নামের তছবিহ না জপে আপনি কি বলছেন। রাজা রুষ্ঠ হলে আর উপায় আছে।
আমাদের অধিকার চুরি যাওয়ার পর জাতি এখন হাল ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থায় লীগর বুকের পাটা এখন অনেক চওড়া হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯ ,
পোস্টের ছবিতে "সোহেল তাজ" অপ্রিয় সত্যটিই বলেছেন।
আসলেই হতভাগা আমরা!