নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

সরকারের বয়স সবে এক সপ্তাহ!!

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২


ছবি-নেট

স্বৈরাচার হাসিনা বাংলাদেশের পশ্চাতে যে আছোলা বাঁশ দিয়েছে তা বের করতে কমপক্ষে এক বছর লাগবে আর ব্যাথার উপশম হতে লাগবে আরো ছয় মাস আর পুরোপুরি সুস্থ হতে আরো ছয়মাস, মোট দুই বছর পর থেকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে তা পূর্ণরুপে দেখা দিবে।

জলে জলমান কোন জাহাজ যদি দ্রুত গতিতে চলতে থাকে তাহলে তাকে হঠাৎ ব্রেক করার সুযোগ নেই, ইন্জিন বন্ধ করে দিলেও সে অনেকটা পথ চলে যাবে, ব্রেক দিয়ে থামানো যাবে না, ধীরে ধীরে থামবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা লালন করছি সেখানে কোন হানাহানির সুযোগ নেই, থাকবে ন্যায় বিচার তবে আগামী কালই সব হয়ে যাবে এমন নয়, হবে তবে দরকার সময়।
এখনো প্রচলিত আইনে কিছু যোজন বিয়োজন হবে, কিছু বড় সংস্কার আসবে তবেই তার প্রতিফলন শুরু হবে।

স্বৈরাচার হাসিনা যে দূর্নীতিগ্রস্থ প্রশাসন আর পা পাটা লোক রেখে গেছে তা পরিস্কার করতে সময় লাগবে, এখনই সুশাসনের বাতাস বয়ে যাবে এমন ধারণা যারা করছেন তা নির্বোধ তাছাড়া কিছুই নয়।

সরকারের বয়স সবে এক সপ্তাহ এখনো সবকিছু গুছিয়ে তুলতে পারেনি তার উপর ভারতে বসে খুনি হাসিনা এখনো তার শয়তানি চালিয়ে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে সেদিকেও নতুন সরকারকে খেয়াল দিতে হচ্ছে।

বিএনপি লোকজন যা করছে তা সরকারের দায় নয়, অতি উৎসাহী এখন যারা করছে আমার বিশ্বাস তাদের বিচার হবে। বিএনপির থিংম্যানদের উচিত এগুলো বন্ধ করা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: সরকারের বয়স কম। সরকারের উপদেষ্টাদের বয়স কম না। উনারা এতদিন সুন্দর কথা বলতেন। এখন দেখা যাক উনাদের কাজ কেমন সুন্দর হয়।
মানুষকে আস্থায় নিতে সময় লাগবে। আমলা, ব্যবসায়ী এদের বেশি ঘাটাঘাটি করলে সমস্যায় পড়বে।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

শাহিন-৯৯ বলেছেন:

একটা সরকারকে বিচার করতে হলে কমপক্ষে ছয়মাস সময় দিতে হয়, কিন্তু এক সপ্তাহের একটি সরকারে যেভাবে সমালোচনা করা হচ্ছে মনে হচ্ছে দেশটি দুজনের সংসার, এক দিনে সব কিছু ঠিক।

আমলা, ব্যবসায়ী এদের বেশি ঘাটাঘাটি করলে সমস্যায় পড়বে। এদের কয়েকজন আমলাদের গুরু ছিলেন তারা খুবই ভালভাবে বিষয়গুলো বুঝেন।

২| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: আওয়ামী লীগ এবার সংগঠিত হতে সময় লাগবে ২ মাস। এটা দিবাস্বপ্ন। গর্ত থেকে এদের বের হতে লাগবে অন্তত ছয়মাস তারপর মামলা তো আছেই। এবারের বিষয়টি সহজ নয়। গোপালগন্জ দেখে সবকিছু বিচার করা বুদ্ধিমানের কাজ নয়।

-আমাদের এলাকার পালিয়ে আসা আওয়ামী নেতা ( ভোটে বিদ্রোহী প্রার্থি ) ১৪ তারিখ দেশে চলে গেছে।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

শাহিন-৯৯ বলেছেন: আমাদের এলাকার পালিয়ে আসা আওয়ামী নেতা ( ভোটে বিদ্রোহী প্রার্থি ) ১৪ তারিখ দেশে চলে গেছে।

অথচ আমি যেখানে থাকি (কাঁচপুর) সেখানকার ইউপি চেয়্যারম্যান এখনো আসার সাহস পায়নি। তার বাড়ির একটি জানালার একটি গ্লাস ছাড়া কিছুই ক্ষতি হয়নি, বিএনপি এক নেতা বুঝিয়ে সবাইকে ফেরত দিয়েছে।

আমি তূর্ণমূল মানুষের কাছাকাছি থাকি, তাদের কথা জানার চেষ্টা করি, লীগ এ দেশে থাকবে, থাকতে হবে ব্যালেন্স রাজনীতির জন্য তবে অনেক সংস্কার করেই আসতে হবে। বিচার শুরু হোক আর তুর্ণমূলে গ্রেপ্তার শুরু হোক তখনকার চিত্র দেখে একটা ব্লগ লিখবেন আশা করি।

৩| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে; দেখি, ২ মাসে কি পরিমাণ আওয়ামীরা বেরিয়ে আসে গর্ত থেকে

৪| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৫

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের মূল শক্তি গ্রামে।গ্রামে কোন গর্ত নাই।

৫| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭

স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: দেশ সংস্কার হোক কিংবা সংবিধান সংস্কার, আপনি কেন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কে না দিয়ে অন্তবর্তীকালীন কে দিয়ে দেশের জন্য মহান কাজ গুলো করাতে সমর্থন করেন? দুই সরকারের যোগ্যতা ও গ্রহণযোগ্যতায় এগিয়ে রাখবেন কাদের?

৬| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৭

আহলান বলেছেন: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারাটাই এখন বড় চ্যালেজ্ঞ। আওয়ামিলীগ বিরোধী দলে থাকলেও তাদের যে বিদ্ধংসি রুপ মানুষ এর আগে দেখেছে এবং তার চ্যালা চামুন্ডা এখনো যেভাবে কথা বলে বেড়াচ্ছে, তাতে দেশ আবার অশান্ত হতে সময় লাগবে বলে মনে হয় না, যদি না এই সরকার তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারে।

৭| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: দেশের সব মানুষ চাচ্ছে উইনুস সাহেব ভালো কিছু করুক।
সবাই তার দিকে তাকিয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.