নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশীবয়

আমি খুব সাধারণ একটি ছেলে!!!!!!!!!!!

দেশীবয়

আমি খুব সাধারণ একটি ছেলে!!!!!!!!!!!

দেশীবয় › বিস্তারিত পোস্টঃ

ভয় !!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৮

আজ এই রাতে কল্পণায় বাধি যে ঘর

জানি সকালেই হয়তো ভেঙে যাবে,

তবু ও আশা নিয়ে এই মন

সেখানেই ছুটে চলে বার।



আমার আকাশ আজ মেঘে ঢাকা

বাজে যেন শ্রাবণের ঘনঘটা,

বৈশাখী ঝড় ঐ এলো যে সারাক্ষণ

মনে জাগে সেই ভয়।



এই বুঝি এলো ঐ এলো ঝড়

সব কিছু করে দিয়ে ছারখার,

মাঝে মাঝে বিজলীর আলোতে

ভাবি যেন আঁধার ঐ গেল কেটে।



আলেয়া কে আলো ভেবে পথ চলি

বুঝিনা তো ভ্রম ছাড়া কিছু নয়

ছুটে চলি অবিরাম আমি যে

শুধুশুধু মরিচিকার পেছনে !!....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

ডি মুন বলেছেন: প্রথম লাইনে কল্পনা (আপনি লিখেছেন 'কলপনা' ) বানান ভুল। তৃতীয় লাইনে সম্ভবত আশা নিয়ে লিখতে গিয়ে লিখেছেন 'আশা নি'

বানান ভুল হলে পতো ড়াই মজাই যায় নষ্ট হয়ে। আশাকরি বানানের ব্যাপারে সচেতন হবেন।

শুভকামনা রইল :)

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

ডি মুন বলেছেন: আপনার কবিতায় অনেকগুলো বানান ভুল হয়েছে।হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়েছে তাই এডিট করে দেন। বানান ভুল হলে পড়তে বিব্রত লাগে।
আশাকরি বানানের ব্যাপারে আরো সচেতন হবেন।

শুভকামনা রইলো :)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

দেশীবয় বলেছেন: ধন্যবাদ, অনিচ্ছাকৃত ভুল সংশোধন করে দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.