![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পুরুষ কংকাল"
শাহিন
নেশার জলন্ত প্রতীমা, ধ্বংসের লীলাভূমি
কৃত্রিম স্বপ্নের রাজপথ পাড়ি দেয়া
আমি অস্থির, উন্মাদ, অবিশ্বাসী পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি হিংস্র ও কামুক ।
প্রকৃতিগতভাবেই বহুগামিতায় আমি
অন্ধ, পতিত পুরুষ কংকাল
আমাকে ঘৃণা কর ।
সকল পাপ ও পৌচাশিকতা
আমার ভেতর বাহির,
ব্যক্তিগত অক্ষমতায় ছুড়ে দেই এসিড
রমণী কিংবা শিশুকে ।
আমি অন্যায় নির্যাতনকারী
শ্রেনী শত্রু পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি ভন্ড, ভয়ংকর নিষ্ঠুর ইভ টিজার ।
প্রেমের আড়ালে লোভ,
ক্ষমার আড়ালে ক্রোধকে লালন করা
প্রতারক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
নষ্ট রক্তের স্রোত আমার ধমনীতে ।
আমি উল্টো পথে চলা অহংকারী,
অস্বাভাবিক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর, ঘৃণা কর //
ঢাকা- ১৬/০৮/২০০৭ইং
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
মোঃ নজরুল ইসলাম বলেছেন: Nice but kemon kemon
Publisher
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
শাহিন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ফারজানা শিরিন এবং মোঃ নজরুল ইসলাম-কে । শুভেচ্ছা ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
অনীনদিতা বলেছেন: ব্যক্তিগত অক্ষমতায় ছুড়ে দেই এসিড
রমণী কিংবা শিশুকে ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
অনীনদিতা বলেছেন: ব্যক্তিগত অক্ষমতায় ছুড়ে দেই এসিড
রমণী কিংবা শিশুকে ।
+++++++++
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
শাহিন বলেছেন: ধন্যবাদ অনীনদিতা । শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
ফারজানা শিরিন বলেছেন: ভালো লাগলো । !!!