![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অন্য কেউ"
শাহিন
সম্ভাবনার সীমানা পেরিয়ে যারা পেতে চায়
অতুল ঐশ্বর্য, ঘুমন্ত ভোরের শিশির;
শব্দের বিষন্নতাকে সঙ্গী করে,
নিশ্চুপ নিশীতে যারা পূর্ণিমার বাসর সাঁজায়;
দিগন্ত জুড়ে স্বপ্ন আর শুন্যতা নিয়ে
পার হয় বাস্তবতার পাথড় সময় ।
যারা গড়তে জানে আবার ভাঙ্গতে জানে,
ভালোবাসার রঙ্গীন প্রাসাদ ।
ক্লান্ত পথের শেষেও যারা ফুরায় না ।
আসন্ন যৌবন যাদের হাতছানি দেয় ।
যারা অপ্রকাশিত কিন্তু সজীব,
নিদ্রাহীন মধ্যরাতে জীবনের হাত ধরে তৃপ্তি পায়;
অপ্রত্যাশিত পরিবর্তনে বুক পেতে দেয় ।
যারা ভেতরে বাইরে পরিপূর্ণ কবিতার মতন
তারাই লিখুক, এই রইলো কাগজ কলম ।
আজ আমি আর লিখবো না কবিতা //
২| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শাহিন বলেছেন: ধন্যবাদ অনীনদিতা । আপনার ভালো লেগেছে জেনে আমার নিজেরও অনেক ভালো লাগলো । শেষের লাইনটির মানে আমি নিজেও জানি না । লিখার সময় যা মনে এসেছে তাই লিখেছি । আপনার কোন পরামর্শ থাকলে সাদরে গ্রহণ করবো । শুভেচ্ছা ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
+++++++++++
৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লাগলো লিখাটি...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
অনীনদিতা বলেছেন: কবিতা খুব ভালো লাগলো
কিন্তু শেষের লাইনটা বুঝলামনা।
আজ আমি আর লিখবো না কবিতা
মানে কি?