নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহিন

শাহিন

জেগে ওঠো তিমির রাত্রি শেষে; যৌবন নয়, জীবনকে ভালোবেসে //

শাহিন › বিস্তারিত পোস্টঃ

বিবেকের কাছে প্রশ্ন !

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

গতকাল ছিল হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন । ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চ্যানেলে হুমায়ুন আহমেদ ভিত্তিক অনুষ্ঠানগুলো দেখে একটা বিষয় বার বার মনে হয়েছে কোন চ্যানেলেই হুমায়ুন আহমেদ স্যারের আগের ঘরের কাউকে (স্ত্রী, ছেলে-মেয়ে) দেখানো হচ্ছে না কেন (আমার ভুল হতে পারে, কেননা সব সময় আর সব চ্যানেল আমি দেখিনি)। শুধুই মেহের আফরোজ শাওন ও তার সন্তানরা । একেক চ্যানেলে একেক রূপে । শাওন এর সাজগোজ দেখে মনেই হয়নি যে, সে মুসলিম বিধবা আর চার সন্তানের জননি । আমার বউ বললো, শাওনকে ভালো করে দেখো । হুমায়ুন আহমেদ এর মৃত্যুতে ওর জন্য শাপে বর হয়েছে । ও এখন উড়ন্ত প্রজাপতি । ওর মত মেয়েরা আমাদের মত স্ত্রী'দের জন্য এক জলজ্যান্ত বিভীষিকা । আমার এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে, হুমায়ুন স্যারের আগের ছেলে মেয়ে, স্ত্রী তারা কি হারিয়ে গেল । হুমায়ুন আহমেদ স্যারের আজকের এই অবস্থান এর জন্য তাদের কোন অবদান ছিল না ? তবে কি হুমায়ুন আহমেদ মানেই মেহের আফরোজ শাওন ? অথচ, কিছু বছর পূর্বেও ছিল হুমায়ুন আহমেদ মানে "শিলা আহমেদ" ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

বেকার সব ০০৭ বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.