![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতায় বসেই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া নির্লজ্জদের কথা ভেবে
আমি নিজেই লজ্জিত হই ।
আমার খুব লজ্জা লাগে যখন দেখি হাজার হাজার মানুষ নেতা হবার জন্য মনোনয়নপত্র জমা দেন । আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি, সব নেতারা আপনার-আমার সেবা করতে চান রক্ত দিয়ে, জীবন দিয়ে। কিন্তু না । তারা প্রায় সবাই আঙ্গুল ফুলে কলাগাছ হবার আশায়, আপনার আমার রক্ত চুষে খাবার আশায়, তাদের সম্পদকে ২০০গুন, ৫০০গুন ৫০০০গুন বৃদ্ধি করার আশায় জড়ো হন ।
আপনি নেতাদের বলুন, নির্বাচিত হবার পর আপনি নিজেই দেশের সম্পদ সুতরাং আপনার ব্যাক্তিগত, স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন কারও নামে কোন সম্পত্তি থাকতে পারবে না । যা আছে তা আর যদি হয়ও তাও রাষ্ট্রের সম্পদ বিবেচিত হবে । আপনার চৌদ্দ পুরুষের ভরণ-পোষণের দায়িত্ব সরকারের । দেখুন, হয়তো একজনকেও খুজে পাওয়া যাবে না যিনি নেতা হতে চান ।
প্রিয় নেতা নেতৃবৃন্দ, যাদের পরিবার এবং বিপুল পরিমান সম্পদ বিদেশে, তারা দয়া করে বাংলাদেশের রাজনীতি বন্দ করে বিদেশে আপনার পরিবারের সাথে অবস্থান করুন ।
©somewhere in net ltd.