![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
আমার কাছে মনে হয়- মানুষের বেশীর ভাগ স্বপ্নই মূল্যহীন। মানুষ প্রতিদিনই স্বপ্ন দেখে। একজন মানুষ প্রতিদিন মিনিটে শত বছর পাড়ি দেয়। এক মিনিটেই সে শত বছরের পরিতৃপ্তি অর্জন করে ফেলে! এখানেই সমস্যা! তখন তার মনে পুরনো স্বপ্নের প্রতি বিতৃষ্ণা জন্ম নেয়। আবারও নতুন কোন স্বপ্ন দেখার চেষ্টা করে সে। আবারো বিতৃষ্ণা, আবারো নতুন স্বপ্ন।
এভাবেই চলতে থাকে। এক জীবনে অসংখবার স্বপ্ন গড়া এবং ভাঙার ফলে একজন মানুষের জীবনে একাধিক জগৎ সৃষ্টি হয়। কোন জগতে তার জন্য প্রকৃত সুখ আছে অনেক সময়ই সে তা বুঝতে পারেনা। মনে হয় আমার স্বপ্নগুলি এভাবে না করে ঐভাবে বাস্তবায়নের চেষ্টা করলেই ভাল হতো। আসলে ভাল হয়না কিছুতেই।
এক অদৃশ্য কারিগর প্রত্যেক মানুষের মাঝেই স্বপ্ন দেখার এই অসাধারণ ক্ষমতা দিয়েছেন। যে ক্ষমতা কোন কোন মানুষকে বিভ্রান্ত করে দেয়। কোন কোন মানুষকে করে দেয় মহান! তবে বিভ্রান্ত মানুষের সংখাই পৃথিবীতে সবচে বেশী।
প্রনুশ্চঃ আমি নিজেও বিভ্রান্ত মানুষদের দলে। অস্থিরতার কারণে যা বলতে চেয়েছি। তা হয়তো লিখতে পারিনি। সরি!
শাহজাহান আহমেদ
জানু:-১৫-১৩
ওয়ারেন, মিশিগান
©somewhere in net ltd.