নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

"অস্থির সময়ের কাব্য"...

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

বিষময় প্রেমে, প্রনয় উল্লাসে

খুন করি পথ। গুম করি পাথারের জল।

অস্পষ্ট সীমানার পানে ছুটে চলি-

অদৃশ্য ভাগ্যের টানে।

অস্থির সময়ের কাব্যগুলোও বড় অযৌক্তিক মনে হয়!



যেথায় মুক্তির চুক্তি হবে। যেই ঘরে

সংলাপের আয়োজন।

গোল টেবিলের চারিপাশে বসা

একদল নগ্ন মানুষ। এবং আমি।

জানি, আজ আমাকেই প্রয়োজন তাদের!



প্রেমিকার স্পর্শে ঘোর কাটে।

নিজেকে পরখ করি।

গলাতে কলমি মালা-

বগলে গুজে দেয় কেউ, শুদ্ধমানব সনদ।



আমি কবি,

সনদের প্রয়োজন আমার না!



(শাহজাহান আহমেদ)

"অস্থির সময়ের কাব্য"

০৩-০৪-১৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি ১ম ভালো লাগা।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.