![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
কাঠালচাঁপার ভাপসা গন্ধে
ঘুমোতে পারেনি কিশোরী
কতদিন।
প্রতিদিন
অনাহুত যুবকের স্পর্শে কেঁপে উঠে সে।
সূর্যমুখি মন নুয়ে পড়ে।
আশাহত প্রেমে, ভুল প্রণয়ে-
ভালবাসা তাঁর শেষ হয়ে গেছে কবে!
শুদ্ধমানব, অশুদ্ধ প্রেম
আর এক বুক অপরাধ সম্ভল এখন।
বিবর্ণ ঠোটের চির স্বাভাবিক চুম্বনে,
রচিত হয় মঞ্চ নাটক।
অনাহুত যুবকের প্রসারিত বিবস্ত্র বুকে
জাগ্রত হয় ত্রি-মাত্রিক কল্পনা।
বৈরাগী রাত ঘরে ফিরে, গঙ্গাজলে স্নান শেষে।
কিশোরীর কুকরানো চুলে হাত বুলিয়ে দেয়
বৈশাখি হাওয়া, দিক বদলের কালে।
এভাবেই সময় চলে। পরিশেষে
কিশোরীর চোখে বিস্ময়! একদিন, ভুল করেছিল সে
ভুল সময়ে ভালবেসে!
(শাহজাহান আহমেদ)
০৩-১১-১
শাহজাহান আহমেদ
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
সংসপ্তক_২০১১ বলেছেন: অনাহুত যুবকের প্রসারিত বিবস্ত্র বুকে
জাগ্রত হয় ত্রি-মাত্রিক কল্পনা ++++++++++
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
ভিটামিন সি বলেছেন: প্রতিদিন শুকনা খিচুরি খাইতে ভালো লাগে না। সাথে চেপার ভর্তা বা একটু ডাইল দিয়েন মিয়া ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০
আমি বন্য বলেছেন: বিবর্ণ ঠোটের চির স্বাভাবিক চুম্বনে,
রচিত হয় মঞ্চ নাটক
সুন্দর