![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
আমার অদেখা, অপরিচিতা বউ, শুন বলি।
হৃদয়ের নিজস্ব তালাবদ্ধ সিন্দুকে,
একটা গোপন বাক্সে বন্দী আমার
দুর্নিভীত চেরাগের শিখা।
চরনে ক্লান্তি মাখা পথ।
রিক্ত হাতে, শুন্য ক্যানভাসে
ফুটিয়ে তুলি সঙ্গ দেবার প্রতিশ্রুতি।
আহ্লাদে যে পথ, চলে গেছে দূরে।
হারিয়ে গেছে যে নদী, প্রণয়ের স্রোতে ভেসে।
সে পথ আমার স্বপথ।
তোমাকে দেব সে নদী!
যে সব দিন-রাত্রি, তোমাতে হয়েছে গুম।
যে বসন্তে ছিল অযৌক্তিক অবরোধ।
সেই দিন ফিরিয়ে দেব।
বসন্ত-বন্দনা হবে অসময়ে।
সু-সময়, অসময় মিলে মিশে হবে একাকার।
শাহজাহান আহমেদ
২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগল...+++
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
মায়াবী ছায়া বলেছেন: আনেক ভাল লাগল...+++