![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
এখন সময়টা এমন কেউ যদি বলে " আজ মনটা খুব ভাল।" চমকে উঠি! বিশ্বাস করতে ইচ্ছা হয়না। ভাবি মিথ্যা বলছে। অভিনয় করছে। এত দুঃচিন্তা মাথায় নিয়ে কেউ ভাল থাকে কেমন করে! চারদিকে এত অস্থিরতা। এত দাঙ্গা- হাঙ্গামা। এত রক্তপাত, নিজের চোখে দেখার পরও কেউ যদি বলে "ভাল আছি।" তাঁকে আমার সাধারণ মানুষ মনে হয়না। হয়তো পাগল। না হয় অতি-মানব।
যখন দেখি, কয়েকজন ক্ষমতা লোভি মানুষ নামধারী প্রাণির পিছনে হাজার-হাজার মানুষ ছুটছে পাগলের মত। সেই বিশেষ প্রাণিদের রক্ষা করতে নিজের জীবনের মায়া ত্যাগ করে গড়ে তোলে মানব প্রাচির। তখন, সেই সব হতভাগ্যদের জন্য মায়া হয়। ইচ্ছা হয় চিৎকার করে বলি, থাম। কিসের জন্য ছুটছ? তোমাদের লাভ কী? তোমাদের রক্তে রন্জিত পথে হেঁটেই তাঁরা চীর কাঙ্খিত ক্ষমতার মসনদে বসবে। তাতে তোমাদের প্রাপ্তি কতটুকু? ক্ষমতায় বসে তাঁরা তোমাদের ভুলে যাবে। তোমাদের কথা শুনবেনা। কথা বলতে দিবেনা। মুখে তালা ঝুলিয়ে দিয়ে বাকশাল কায়েম করবে। বার বার তাই তাঁরা করে আসছে। ভবিষ্যতেও করবে!
বাস্তবতার ছোয়া আমার গায়েও লাগে। তাদের কিছু আর বলতে পারিনা। হাসিমুখে জিগ্যাস করি "কেমন আছো?"
তাঁরাও হাসিমুখে জবাব দেয় "ভাল আছি!"
(শাহজাহান আহমেদ)
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: সুন্দর আপনার ভাবনাগুলো
আমরা ভালো হয়ে উঠবো, আমাদের মন আনন্দোৎফুল্ল থাকবে এই ব্যাপারে আমরা আশাবাদী
সুন্দর সময়ে সুন্দর ভাবে বেচে থাকার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন