নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বগুরায় ৭২ জোড়া প্রেমিক-প্রমিকা গ্রেফতার! এবং ইহা একটি দুর্বল চিত্রনাট্য!

১২ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩

বগুরায় ৭২ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক! মানে ১৪৪ জন! ৭২ জন মেয়ের মধ্যে প্রায় সত্তর জনের পরনেই বোরখা ছিল। অনেকের মুখ-মন্ডল পর্দায় ঢাকা ছিল।

অর্থাৎ, তাঁরা পর্দাশীল।

একদিনে এতজন পর্দাশীল প্রেমিক-প্রেমিকা একই দিনে একই পার্কে একই সময়ে প্রেম করতে চলে আসল! ব্যাপারটা কেমন নাটকীয় হয়ে গেলনা?



অনেকেই হয়তো আমার কথা অবান্তর এবং হাস্যকর

ভাবতে পারেন। কে কি ভাবল তাতে কিছু যায় আসেনা। একটা ঘটনাকে নিজের মত করে পর্যালোচনা করার অধিকার আমার আছে।

আমি জানিনা কেউ উক্ত ঘটনার নেতিবাচক কোন মন্তব্য করেছে কিনা। আমি এখন করছি। আমার ধারণা এই ঘটনা একটা সাজানো নাটক হতে পারে। এমনতো না যে এরকম নাটক আর আমাদের দেশে হয়নি। অসংখ হয়েছে। এখনো হচ্ছে। ভবিষ্যতেও হবে।

বাংলাদেশ রাতারাতি এত সভ্য হয়ে যায়নি আর দেশের পুলিশও রাতা রাতি এত সচেতন হয়নি যে পার্কে বসে প্রেম করার আপরাধে কাউকে গ্রেফতার করে। এখানে কেউ কেউ বলবে পার্কে বসে তাঁরা প্রেম করছিলনা। অন্য কিছু করছিল। সেই অন্যকিছুটা নিশ্চই অনেক খারাপ কাজ ছিল। বাঙালী জাতি এত অসভ্য বর্বরও হয়নি যে পার্কের মত একটি জনবহুল স্থানে এমন খারাপ কর্ম করবে! সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করিনা।

তাহলে তাদেরকে গ্রেফতার করা হল কেন? এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। আমি সেদিকে যাচ্ছিনা এই নাটকের চিত্রনাট্যের উদ্যেশ্য কী। কোথায় চিত্রনাট্যের দুর্বলতা আছে তা গভীর পর্যালোচনা করার বিষয়।

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৩

আহলান বলেছেন: অপেক্ষা করলে সব জানা যাবে

২| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

ঢাকাবাসী বলেছেন: আপনার অনুমানটা বললে ভাল হত।

৩| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:১১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: দেখেন পার্ক বন্ধ করে আরেকটা বিল্ডিং তোলা শুরু হলে বলে !

৪| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

আতা2010 বলেছেন: সত্তর জনের পরনেই বোরখা ছিল । এই কথা বলে হয়ত কাফিররা বোরখার বিপক্ষে খারাপ কথা বলবে। এই জন্য এই নাটক

৫| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

মো:ফয়সাল আবেদিন বলেছেন: অপক্ষা করেন সব বের হবে ।

৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭

সতবাদী বলেছেন: দেখেন কতদিন ধরে বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয় ( উদয়ন।,AIUB ) এ বোরকা পরতে বাধা দেওয়া হচ্ছিল। আর এবার সরকার এই খবরের ভিত্তিতে সারাদেশে বোরকা নিষিদ্ব করে দেয় কিনা.............।

৭| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮

মুঘল সম্রাট বলেছেন: আপনাকে না আবার সন্দেহ প্রবণ লোক বলে গালি দেয়?
বগুরার ঘটনাস্থল থেকে কেউ পোস্ট দিলে ভাল হয়।


আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।

৮| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

রোহান খান বলেছেন: ভাইরে এত পেচান কেন। কারন ৩টা হতে পারে....

১) ভদ্রলোক ক্লাস ৯ এ প্রেম করে ছেক খাইছিল। তাই এসব দেখলে গা জ্বলে।তাই হিংসা করে ধইরা আনছে।
২) ভদ্রলোকের মা কইছে মায়া দেইখা বিয়া কর... তো এর চেয়ে সহজ উপায় আর কি আছে।
৩) ভদ্রলোকের বউ আসলে ভাইগা গেছেগা বোরকা পইরা, তাকে খুজতেই এই আয়োজন।

একটা বোনাস কারন - ইগো প্রবলেম থাকতে পারে।

(বি: দ্র: - যদি সেই সব কাপল খারাপ কাজ করে থাকে তাহলে বলব ভদ্রলোক ঠিক কাজটি করেছেন)

৯| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

মাইন রানা বলেছেন: দেখা যাক কি হয়

১০| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

খাটাস বলেছেন: ভাই স্ট্যাটাস এ লিখেছেন, খুব সাধারন একজন।
যে মানুষকে খুব বিশ্বাষ করে।
কথা তো মিলল না। কথা হচ্ছে , মানুষ শোনে এক, বোঝে এক, আর বলে আর এক। ঐ টা বিনা টিকিটে হাওয়া খাওয়ার পার্ক না। ওইটা ওয়ান্ডার ল্যান্ড। ৪০-৫০ টাকা টিকিট। মানুষ খুব বেশি ওখানে যায় না। যারা বগুড়া আজিজুল হক কলেজ এ বিভিন্ন জায়গা থেকে পড়তে আসে, তারা বিভিন্ন ম্যাচ এ থাকে। তারাই মুলত ওখানে একটু নিশ্চিন্তে প্রেম করার জন্য যায়। আর বোরকা পড়ে যায় কারন ওখানে একটু বেশি রেস্ত্রিকটেড ফ্যামিলির মেয়েরা ওখানে যায়। কারন জায়গাতে দেখার কেও নাই। সেফ। আর প্রেম করার ফাঁকে কেও কেও আবেগ আপ্লুত ;) হয়ে জড়াজড়ি বা চুম্মা চাটি করে ফেলে।

আপনি বলেছেন, বাঙালী জাতি এত অসভ্য বর্বরও হয়নি যে পার্কের মত একটি জনবহুল স্থানে এমন খারাপ কর্ম করবে!

আপনি খুব সম্ভব বেশি পার্ক এ যান নি। ঘরে বসে সততার চর্চা করেন, আর ন্যায়ের চর্চা করেন।
আপাতত রাজশাহীর ভদ্রা পার্কের দাওয়াত দিয়ে গেলাম। যেয়ে দেখেন। =p~ =p~
তাই বলে বলছি না, যে আমরা সত্যি ই এত অসভ্য জাতি হয়ে গেছি। শুধু বোঝাতে চাইছি না জেনে মন গড়া যুক্তিতে কথা বলা সম্ভবত উচিৎ নয়। ভাল থাকবেন।

১১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

নিষ্‌কর্মা বলেছেন: আওয়ামি মিডিয়ার প্রচারনা আমরা মেনে নিতে পারি না। ঐ পার্কের অধিকাংশ মেয়েই বোরখা পরা ছিল, এইটা ইসলামের বিরুদ্ধে একটি আঘাত। শুধু তাই না, শফি হুজুরের ১৩ দফা বয়ানের বাইরেও এইটা যায়।

অতএব, হে ইমানী ভাইয়েরা, আর সময় নষ্ট করা যাবে না। ইসলামের বিরুদ্ধে যারা, তাদের রুখে দাড়াও। নিশ্চিত ইমানের বলে বলীয়ানদের জন্য পথে পথে অপেক্ষা করছে বিরিয়ানি ও পানি। এখন জোরসে বল "নারায়ে তাকবির . . . "।

লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এই বাংলাস্তানকে ইসলামি কায়দায় চালানোই হবে আমাদের নিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.