নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একজন সাবেক প্রেসিডেণ্ট এবং...।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ পড়েছেন মহা ঝামেলায়। তাঁর অনেকটা 'শ্যাম রাখি না কূল রাখি।' অবস্থা। না পারছে মহাজোট ছাড়তে না পারছে মহাজোটে থাকতে। মহাজোট ছেড়ে গেলে তাঁর মামলাগুলোর নিস্পত্তি হবেনা।(যদিও এখনো হয়নি!) আর মহাজোটে থাকলে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। বাংলাদেশের রাজনীতিতে তাঁর গুরুত্ত্বও কমে যাবার সম্ভাবনা আছে। এমনিতে ইদানিংকালে তাঁর পরস্পর বিরোধী কথাবার্তা মহাজোটের নেতাকর্মীদেরও ক্ষুব্ধ ও হতাশ করেছে।



এখন জনপ্রিয় কিছু পত্রিকাও তাঁর কর্মকাণ্ডকে ব্যাঙ্গ করে প্রকাশ করছে। অর্থাৎ, কারো কাছেই তিনি সাবেক একজন প্রেসিডেন্ট হিসাবে যে সন্মানটা প্রাপ্য তা পাচ্ছেনা। সামাজিক মিডিয়াগুলোর কল্যানে নতুন প্রজন্মের কাছেও তিনি ক্রমে-ক্রমে একজন 'দুলাভাই' শ্রেনীর মানুষে পরিনত হচ্ছে। যে যেভাবে পারছে তাকে নিয়ে ঠাট্টা-তামাশা করছে। চাচা, কাকু,লুল সহ অসংখ উপাধি জুটে গেছে তাঁর কপালে। এটা কিছুতেই হওয়া উচিৎ ছিলনা। একজন সাবেক প্রেসিডেন্ট এর ওজন এত কম হতে পারেনা। যে দোষে আজ হুসাইন মোহাম্মদ এরশাদ তরুন প্রজন্মের কাছে উপেক্ষিত সেই তুলনায় হাসিনা, খালেদার দোষগুলিও কোন অংশে কম নয়। বরং তাঁরা কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে হাজার গুন দোষে দোষি।



সাবেক এই প্রেসিডেন্ট এর জন্য খুব খারাপ লাগছে। বিশেষ করে তাঁর দেওয়া গতকালের ভাষনটা শুনেঃ

"দেশ ঠিকভাবে চলছে না। একজন পাতি নেতার কথায়ও ওসি, এসপি, ডিসি বদলি হয়। হুকুম দিয়ে মানুষ মারা হয়। ‘অথচ আমি মাত্র দুজন (ডা. মিলন ও নূর হোসেন) লোকের মৃত্যুর কারণে ক্ষমতা ছেড়েছি।"



গনতন্ত্র রক্ষার মহান ব্রত নিয়ে যে আন্দোলনে এরশাদের পতন হয়েছিল। সে গনতন্ত্র কী আন্দোলনের প্রধান দুই দল রক্ষা করতে পারছে? যদি গনতন্ত্র রক্ষা হয়েই থাকে, তাহলে কোনটা সেই চির কাঙ্খিত গনতন্ত্র? যেটা আমরা এতদিন দেখে এসেছি। যা দেখছি তাই কি গনতন্ত্র? যদি এই হয় গনতন্ত্রের রুপ, তাহলে আমাদের মত সাধারণ মানুষদের সেই গনতন্ত্রের কোন দরকার নাই।

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

মোমেরমানুষ৭১ বলেছেন: আহারে চু চু চু...। কাক্কুর লাইগা পরানডা জুড়ায়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.