নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগঃ একই অঙ্গে কত রুপ!

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

"কোটা-প্রথার বিরুদ্ধে যারা শাহবাগে যারা আন্দোলন করছে তাঁরা জামাত-শিবিরের লোক! তারা আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে কথা বলছে। আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে কথা বলা মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা। অর্থাৎ তাঁরা রাজাকার! এতে নিশ্চই বিরোধী দল এবং হেফাজতে ইসলামের সম্পৃক্ততা আছে। তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এসব করছে।"



এই কথাগুলি এখন মানুষের মুখস্ত হয়ে গেছে। শুধু এই অভিযোগ না, এখন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামিলীগের পাতি নেতারাও যদি বক্তৃতা দিতে মাউথপিসের সামনে দাড়ায়, সবাই তখন মুখস্ত বলে দিতে পারবেন তিনি এখন কি বলবে!

এই "যুদ্ধাপরাধিদের বিচার" নামক শাক দিয়ে মাছ ঢাকার কৌশলটি এখন জনগনের কাছে পরিস্কার হয়ে গেছে। তাদের বিরুদ্ধ কোন সমালোচনা এবং প্রতিবাদ হলেই তাঁরা ফাটা রেকর্ডের মত একটা লাইনই বাজাতে থাকে " সব জামাত-শিবিরের ষড়যন্ত্র। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র।"

তারা সেই রেকর্ড বাজাতে বাজাতে, বাজাতে বাজাতে এতটাই সস্তা করে ফেলেছে যে, মানবতাবিরোধী অপরাধের মাহাত্মটা এখন মানুষের কাছে তুচ্ছ হয়ে গেছে।



আপনি এখন যেকোন ন্যায্য দাবিতে আন্দোলন করেননা কেন তা যদি আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধে যায় তাহলে আপনি রাজাকার। আজ যারা শাহবাগে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়েছিল তাঁরা নাকি সবাই জামাত শিবির। অথচ কিছুদিন আগেও তাদের অধিকাংশ শাহবাগের কথিত গনজাগরনে যোগ দিয়েছিল। তখন তাঁরা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধা।



আমি শিউর আজ যদি কোন কারনে প্রকৃত মুক্তিযুদ্ধারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আগামিকাল তাদেরকে যুদ্ধাপরাধী, রাজাকার উপাধি দিয়ে দিবে! এটা হল বাংলাদেশ। সোনার বাংলাদেশ!

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

কে এম সুমন বলেছেন: আমি শিউর আজ যদি কোন কারনে প্রকৃত মুক্তিযুদ্ধারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আগামিকাল তাদেরকে যুদ্ধাপরাধী, রাজাকার উপাধি দিয়ে দিবে! এটা হল বাংলাদেশ। সোনার বাংলাদেশ

কেন ভাই তারাতো অলরেডি বেলেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকি কে কি নব্য রাজাকার বলা হয়নি???

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

শাহজাহান আহমেদ বলেছেন: ওহ হ্যা। বলেছিলতো। এই ঘটনা নিয়ে একটা পোষ্টও দিয়েছিলাম। এই কথাটা মনে ছিলনা।

২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

চাঁন মিঞা সরদার বলেছেন: এই কথাগুলি এখন মানুষের মুখস্ত হয়ে গেছে। শুধু এই অভিযোগ না, এখন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামিলীগের পাতি নেতারাও যদি বক্তৃতা দিতে মাউথপিসের সামনে দাড়ায়, সবাই তখন মুখস্ত বলে দিতে পারবেন তিনি এখন কি বলবে!


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P !:#P =p~ =p~ B-) B-) B-) :D :D :D



মাইরালা !! আমারে মাইরালা !!!

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

শাহজাহান আহমেদ বলেছেন: ;) ;) B-) B-) :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

সুখী বাঙ্গালী বলেছেন: @হাসান কালবৈশাখী
কেন? বিসিএস কি আপনার বাপদাদার পৈত্রিক সম্পত্তি।

৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: সত্য কথা বলেছেন ভাই

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

জাতির চাচা বলেছেন: @হাকাবৈ মুক্তিযোদ্ধারা দেশ একাই স্বাধীণ করেছে নাকি?
শাহবাগী গাঞ্জায় দম দেয়া চিন্তায় এর চেয়ে বেশি আশা করা যায় না। এটা নিশ্চিত থাকেন অন্ততঃ চাকুরির ক্ষেত্রে এটা সঠিক .।.।তাহাদের অবদান থেকে প্রাপ্তি অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.