![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
কোন এক সময়, কোন এক দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিদ্বন্ধি অনেক। তাদের মধ্যে একজনের মার্কা নৌকা, অন্যজনের মার্কা জাহাজ।
যে নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে সে এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তি। সমাজের উন্নয়নে তাঁর অবদান অনেক। জনগন তাকে খুব ভালবাসে। সবাই একপ্রকার নিশ্চিৎ হয়ে গিয়েছে যে নৌকা মার্কা বিপুল ভোটে পাশ করবে।
কিন্তু না! ভোটের পর দেখা গেল নৌকা মার্কা বিপুল ভোটের ব্যাবধানে ফেল করেছে। তাঁর জামানতও হারিয়ে ফেলেছে।
পরাজিত পার্থী অবাক। ভোটাররা অবাক। বিজয়ী পার্থীও অবাক। কিভাবে কি হল?
আসল কারন হল তাঁদের প্রতীকে। নৌকা আর জাহাজ দেখতে প্রায় কাছা-কাছি। ভোটাররা যখন ব্যালট পেপারে দুইটা নৌকা দেখতে পেল, তখন তাঁরা সবচে সুন্দর নৌকাটাকেই ভোট দিল। অর্থাৎ জাহাজে। তাঁরা ভাবল, আমাদের নেতা এত বড় এবং এত ভাল একজন মানুষ তাঁর মার্কাটা নিশ্চই বড় এবং সুন্দর নৌকাটাই হবে।
উপরের অংশটা একটা গল্প। নিচের যে অংশটা লিখব তা সত্য। পড়ার পর চিন্তা-ভাবনা করে দেখুন কি হতে যাচ্ছে...!
আমাদের নির্বাচন কমিশন নতুন দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে। •সাংস্কৃতিক জোট এবং •বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বি এন এফ)। এগুলোর মধ্যে একটির প্রতিক হতে যাচ্ছে "গমের শীষ।!" ধানের শীষের নকল ভার্সন।
ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন?
মন্তব্যঃ প্রতিক তালিকার মধ্যে "জাহাজ মার্কা!" মার্কাটাও রাখার জোর দাবী জানাচ্ছি।
(শাহজাহান আহমেদ)
আসছে "গমের শীষ!"
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩
মুর্দা ফকির বলেছেন: চতুর্দিক দিয়ে আক্রমন করবে b n p কে।>>>>>>>>>>>>