নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

"উন্নয়ন বনাম ভোট। ইদুর বনাম পনির"

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮

একজন লোকের বাসায় খুবই ইদুরের উপদ্রপ। একদিন সে একটা ইদুর মারার কল কিনে আনল। ইদুর মারার কল সাধারনত রাতে ইদুর চলাচলের পথে পাততে হয়। কলের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে ইদুরের পছন্দসই খাবার দিয়ে ফাঁদ পাতা হয়। ইদুর সেই খাবার খেতে এসে ফাঁদে আটকা পড়ে। লোকটা যখন রাতে ফাঁদ পাততে যাবে তখন তাঁর খেয়াল হল কলে দেওয়ার মত ইদুরের কোন প্রিয় খাবার ঘরে নেই। অনেক বুদ্ধি-বিবেচনা করে সে এক টুকরো কাগজে "পনির" লিখে ফাঁদে দিয়ে রাখল। সকাল বেলা ঘুম থেকে উঠে কলের কাছে গিয়ে দেখল ফাঁদে ইদুর আটকায়নি। তবে তাঁর দেওয়া কাগজটাও নাই। সেখানে অন্য একটা কাগজ। যেখানে লেখা "ইদুর"



একটু হাসুন প্লিজ। একটা হাসির গল্প শুনালাম, না হাসলে কেমন দেখায়!



কি হাসি আসছেনা? যাক, হাসি না আসলে কি আর করা। এবার সিরিয়াস একটা কথায় আসি। জাতীয় সংসদ নির্বাচন প্রায় এসেই গেল। যেকোন নির্বাচনের আগে যে কথাটি সবচেয়ে বেশী শুনা যায় তা হল "উন্নয়ন"। কেউ বলে উন্নয়ন হয়েছে। কেউ বলে উন্নয়ন হয়নি। কেউ বলে আমরা ক্ষমতায় গেলে উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দেব। কেউ বলে উন্নয়নের ধারা অব্যাহত রাখব। কিন্তু

কাজের কাজ কিছুই হয়না।



আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল আওয়ামিলীগারগন যথারীতি তাদের পুরোনো রেকর্ড বাজানো শুরু করে দিয়েছে। আমরা বিদ্যুৎ দিয়েছি। গ্যাস সংযোগ দিয়েছি। রাস্তাঘাট মেরামত করেছি। দুর্নীতি বন্ধ করেছি। এটা করেছি, ওটা করেছি।

আমার কথা হল এত কষ্ট করে এগুলোর মিথ্যা বিবরন দেওয়ার কি দরকার। দেশের মানুষতো দেখতেই পাচ্ছে আপনেরা কি করেছেন। চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে তিন-চার ঘন্টা। গ্যাসের লাইন দিয়েছেন গ্যাস নাই। রাস্তা মেরামত করেছেন অথচ, খানা-খন্দের জন্য গাড়ি চলতে পারেনা। দুর্নীতি বন্ধ করেছেন অথচ, আবুল হোসেন সুরন্জিৎ এখনো আপনার কাছের লোক।



মাননীয় প্রধান মন্ত্রী, ইদুর মারার কলে কাগজে লেখা মিথ্যা পনির দিয়ে সত্যিকারের ইদুর ধরা যায়না। আপনি সাধারন জনগণের সামনে চিৎকার করে করে যে মিথ্যা উন্নয়নের গল্প শুনাচ্ছেন, আমার বিশ্বাস জনগণও সেই ইদুরের মতই প্রতিদান দিবে!

জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ!

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: মিথ্যা পনিরের গল্প সব রাজনৈতিক দলই করেছে । কোনটাই সাধু না ।

২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

ননদালীনাজ বলেছেন: চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে তিন-চার ঘন্টা। গ্যাসের লাইন দিয়েছেন গ্যাস নাই। রাস্তা মেরামত করেছেন অথচ, খানা-খন্দের জন্য গাড়ি চলতে পারেনা। দুর্নীতি বন্ধ করেছেন অথচ, আবুল হোসেন সুরন্জিৎ,দরবেশ বাবারা এখনো বহালতবিয়তে।দলীয়করন এখন আর শতকরা হিসেবেও কষা যায় না।
ইদুর মারার কলে কাগজে লেখা মিথ্যা পনির দিয়ে সত্যিকারের ইদুর ধরা যায়না। সাধারন জনগনের সামনে চিৎকার করে করে যে মিথ্যা উন্নয়নের গল্প শুনাচ্ছেন, আমার বিশ্বাস জনগনও সেই ইদুরের মতই প্রতিদান দিবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.